জ্বিনের আছর (Season 2) Episode 13

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
এদিক দিয়ে আমার কানে আরো একটা খবর আসে যে আপনার পরিবারের একজন তাদের ২ জনের সাথে মিলিত ছিলো।

-মানে?? কি বলছেন এসব মাথা ঠিক আছে?
-দেখেন আমি যা বলছি সত্যি বলছি তাদের সাথে আপনার কাকি জড়িত।
-বাস,,,,অনেক হয়েছে আর না। আপনাকে বলার সুযোগ দিয়েছি বলে এই না যে আপনি যা তা বলবেন। যেখানে আমার কাকি আমাকে বাচানোর জন্য মরার আগ পরযন্ত তাদের সাথে লড়াই করেছে আর আপনি তার কথা বলছেন? আমি এবার শিউর যে আপনি আসলেই তাদের সাথে জড়িত।
-আমি আপনাকে আগেই কসম করে বলেছি যে আমি যা বলবো সব সত্যি বলবো।
-তার মানে,,,,
-জ্বি তাই।

আমি এই কথা সারফারাজের মুখ থেকে শুনার পর যেনো আকাশ থেকে পরি। আমি যাকে আমার সব কিছু ভেবে সব শেয়ার করলাম আজকে সেই আমার ক্ষতি চেয়ে বসলো। এটা কিভাবে সম্ভব। না সারফারাজ মনে হয় মিথ্যা বলছে। আমি তাকে জিজ্ঞাসা করবো এর আগেই সে বললো,,,

-আমি আপনার সাথে কোন মিথ্যা বলছি না। এই কথা আমি তখন জেনেছি যখন আমি আব্দুল্লাহ আর আলজাকে খুজার জন্য আপনাদের বারির নিচে আসি, আর তখন আপনি আমাকে দেখেছেন। কিন্তু তখন আমি চাই নি যে আপনি জানেন আমি যে এসেছি। তাই আমি মাথা নিছু করে রাখছিলাম। কারন আমি কোন বিপদ চাই না এখনি। কিন্তু তারপরও আপনার উপর বিপদ এসে পরল। তার জন্য আমি দুঃখীত।

আমি কিছু বললাম না শুধু চুপ হয়ে রইলাম। কারন যে কথা শুনেছি আমার পুরো দুনিয়া নারা দিয়ে দেয়ার মতো।

-দেখেন আপনি চিন্তা করবেন না আমি ওয়াদা করছি আব্দুল্লাহ এবং যারা এসবে মিলিত আছে সবাইকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে।
-কিন্তু কাকি যদি মিলিত থাকে তাহলে কাকিকে মারল কেন?
-আপনার কাকি এখনো জীবিত আছে, এবং তারা আপনাকে খুঁজে মারার তৈয়ারি করছে। কিন্তু তারা হয়তো যানে না যে আমি আবার ফিরে এসেছি।
-তার মানে আব্দুল্লাহ যখন আমার সাথে সম্পর্কে লিপ্ত ছিলো তখন কাকি সম্পুর্ন জ্ঞান এ আছিলেন। ছিঃ আমার কাকি এতটা নিচ হবে আগে জানতাম না। কাকাও বেচে নেই। রাকিব কেও মেরে ফেলেছে তারা। আমি এখন পুরো এতিম হয়ে গেলাম।
-কে বলছে আপনি এতিম? আমি সারফারাজ এখনো জীবিত আছি আপনার জন্য।(আমার হাত ধরে এবং কপালে একটা চুমু খেয়ে বলে) ভুলে চুমু দিয়েছি কিছু মনে করবেন না।

আমি কিছু বললাম না শুধু তার দিকে চেয়ে রইলাম আর ভাবতে লাগলাম আমি কতটা ভুল ছিলাম সারফারাজ কে নিয়ে। যে ছেলে সব সময় আল্লাহ খোদার নাম নেয় সে কিভাবে খারাপ হতে পারে। তাকে কি আমি আমার মনের কথা বলে দিব। না পরেই দেই।

-আচ্ছা আমার একটা প্রশ্ন আছে।
-হুম বলেন।
-তাহলে হুজুরকে কে মারল এবং আমাকে পানি আর তাবিজ কে দিল?
-আলজা মেরেছে হুজুরকে। আমি যখন হুজুরের সাথে দেখা করতে আসি এসব বিষয় নিয়ে দেখি হুজুর মারা গেছেন তার হাতে তাবিজ আর পানি ছিলো। আমি তার হাত থেকে তাবিজ আর পানি নেই আর তখনই দেখি আপনি আর আপনার কাকি দারান আছেন। আপনার কাকিকে দেখে অনেক রাগ উঠেছিলো কিন্তু কিছু করার ছিলো না। কারন আমি আপনাকে হঠাৎ কোনো খবর দিতে চাই না।
-আপনাকে একটা কথা বলবো?
-হে বলেন,,,,
-আপনি কি সারাজীবনের জন্য আমার হবেন?

সারফারাজ আমাকে কিছু বলবে তার আগেই দরজায় কার নক করার আওয়াজ আসলো।

[গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন এবং এই গল্পের অন্তিম পর্ব খুবই সন্যিকটে কেমন লাগছে গল্পটা কমেন্ট করে জানিয়ে দিবেন]

চলবে,,,,
417 Views
13 Likes
1 Comments
3.4 Rating
Rate this: