রাশেদের চাহনিতে পুরোই বুঝা যায় আমি যা ভেবেছি রাশেদ তা মোটেও বোঝায় নি।
এখন আমি কি বলবো,,? নিজের কাজে নিজেই লজ্জা পাচ্ছি।
রাশেদ মাথা নিচু করেই বলে তুমি কিছু বলতে চাইছিলে।
আমি আমতা আমতা করে বললাম,, আসলে আপনি তো জানেনই আমি বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না।
মানে মানসিক ভাবে আমি এখনও প্রস্তুত নই। আমাকে যদি,,,,,,
আমি ঠোঁট কামড়ে আস্তে করে বললাম বৈবাহিক জীবনে আমাকে যদি একটু সময় দিতেন,,,,
রাশেদ যেন আমার চেয়েও বেশি লজ্জা পেল। হেসে বলল,, তুমি নিশ্চিত থাকো। তুমি না চাওয়া পর্যন্ত আমি তোমার কাছে আসবো না।
কিছুক্ষণ থেমে বললো,, তুমি কি আমাকে বিছানা
ছেড়ে অন্য কোথাও ঘুমাতে বলছো,,?
না না ! আপনি শুয়ে পড়েন বলে আমি তাকে সামনে জায়গা দিয়ে পিছনে শুয়ে পড়লাম।
অন্ধকার রুমে শুয়ে শুয়ে কতো কি ভাবতে লাগলাম।
রক্ষণশীল পরিবার বলে কখনো কোন ছেলেদের সাথে বন্ধুত্ব বা মেশা হয় নি। কলেজে ছেলেরা সব দূর থেকে দেখতো, মিশতে চাইতো।
তাদের চাহনিতে সবসময় প্রেম, ভালোবাসা, আমার সৌন্দর্যের মুগ্ধতা ছিল।
কিন্তু পাশে শোয়া মানুষটা জানি কেমন। আমার দিকে ঠিকমতো তাকালো ও না।
রাশেদের স্বাভাবিক কথাগুলো শুনতে বেশ ভালো লাগছিলো। মনে হচ্ছিলো আরো শুনি।
অপরিচিত ছেলেদের সাথে কথা বলতে কেমন অনুভূতি হয় আমি তা জানি না।
কিন্তু হঠাৎ বিয়ে হওয়ায় যে চরম অশান্তি নিয়ে এতোক্ষণ বসে ছিলাম রাশেদের সাথে কথা বলে কেমন যেন হালকা লাগছে।অস্বস্তি ভাবটা যেন চলে গেছে।
পাশে শুয়ে থাকা মানুষটার কথা ভাবতে থাকি
আমি। একদিনে কি আর ভালোবাসা হয় !
রাশেদের কথায় আমি যা অনুভব করছি সেটা ভালোবাসা না, ভালো লাগাও না ! সেটা অন্য কিছু।
সে শুয়ে যেতে বললো আর আমি ও শুয়ে গেলাম।
সে আমার স্বামী আমার উপর সব অধিকার তার। কিন্তু সে বললো, আমি যেন তাকে নিয়ে নিশ্চিত থাকি।
আমি কেন জানি তার উপর ভরসা করতে পারছি । এটা কেন হবে,,? তার মানে কি প্রথম দিনেই রাশেদ তার প্রতি আমার আস্থা অর্জন করতে পেরেছে,,?
সকালে ঘুম থেকে উঠে দেখি রাশেদ আমার আগেই উঠে গেছে।নিজেই লজ্জা পেয়ে যাই দেরী করে উঠার জন্য।
হাত মুখ ধুয়ে বের হয়ে দেখি শুধু রাশেদ নয় বাড়ির সবাই উঠে গেছে।
রান্না ঘরে আমার শাশুড়ি কাজ করছেন। ছিপছিপে শরীরের আমার শাশুড়ির চেহারায় অনেক বেশি স্নিগ্ধতা রয়েছে।
আমি লজ্জিত মুখে বলি মা আমি দুঃখিত ! কাল থেকে আরো ও সকালে উঠার চেষ্টা করবো।
আমার শাশুড়ি বললেন,, তুমি তো সকালেই উঠছো।সবার আগে উঠতে হবে এমন কোনো কথা নেই।
শুনে খুব ভালো লাগে আমার। আমার পরিবারে সবসময় শিক্ষা দেয়া হয় ঘরের বউ সবার আগে উঠবে।
গতকাল বিয়েতে রাশেদরা কয় ভাই বোন আমি এগুলো কিছুই খেয়াল করি নি অন্ধ বধির হয়ে যেন বসে ছিলাম।
আজ নাস্তা পর্বে সবার সাথে নতুন করে পরিচিত হই,,,,,,
চলবে,,,,
রূপসী রাজকন্যা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
188
Views
5
Likes
0
Comments
5.0
Rating