রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
**_______________________**
**__________________**

আম্মা আমাকে ফাইনাল পরীক্ষা দিতে বলেন। কিন্তু ততদিন আমি অনেক পিছিয়ে গিয়েছি।

তোমার চাচী শিউলি আমার সত্যিকারের বন্ধু সেজে প্রতিদিন স্কুলে যাওয়ার এক ঘন্টা আগে এসে আমাকে পড়ালেখায় সাহায্য করতো।
এভাবে আমি বার্ষিক পরীক্ষা দেই আর মোটামুটি ভাবে পাশ করি।

এভাবে মেট্রিক ইন্টার দুটোতেই ও আমাকে অনেক সাহায্য করেছে।
শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা, নোট জোগাড় করা, পরীক্ষার খবরা- খবর সবকিছু আমি ওর কাছ থেকেই পেতাম।

ইন্টার পাশের পর শিউলির তোমার চাচার সাথে বিয়ে হয়ে যায়। আমাকে সাহায্য করার আর কেউ থাকেনা। ততদিনে অবশ্য আমি অনেক গুছিয়ে নিয়েছি নিজেকে, ব্যবসাকেও। বাইরে গিয়ে ভার্সিটি পড়া আমার সম্ভব ছিল না।

ছোট ভাইবোনদের দায়িত্ব ছিল আমার উপর। তাই আমি স্থানীয় কলেজ থেকে অনার্স কমপ্লিট করি। এখন আমার ব্যবসা আলহামদুলিল্লাহ অনেক বড়। ভাই বোন গুলোকে মানুষ করতে পেরেছি।

তবে আমার জীবনের শিউলির অবদান ভুলার মতো না। আবার দেখো আমার জীবনে তোমাকে পাওয়ার ক্ষেত্রেও কিন্তু শিউলি আমার বন্ধুর মত অবদান রাখল।

নাজিলা : আমি গলা নামিয়ে বললাম,, স্বর্ণা বলেছে আপনি নাকি আমাকে পাগল হয়ে বিয়ে করেছেন ??

রাশেদ হেসে উঠলো। ওরকম কিছু না। আসলে আমার জন্য ওরা অনেক পাত্রী দেখেছিল কিন্তু আমি সব মানা করে দিতাম।
সেখানে তোমার ব্যাপারে আমি নিজে থেকে আগ্রহ নিয়ে ওদের জানালাম। তারপর তোমার পরিবার দ্বিধায় ছিল বলে আমি শিউলিকে দিয়ে আবার প্রস্তাব দিলাম।
আমার এমন আচরণে ওরা সবাই হয়তো ধরে
নিয়েছে আমি তোমার প্রেমে পাগল হয়েছি।



চলবে,,,,,
152 Views
3 Likes
0 Comments
5.0 Rating
Rate this: