রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমাকে কেন তারা কালোর সাথে বিয়ে দিলো,,? ছেলে শুধু বড় ব্যবসায়ী বলে,,?😕😕

উফ ! কিছু ভালো লাগছে না। আমি ঠিক করলাম এ বাড়িতেই আমি ধুকে ধুকে মরবো কিন্তু আর কোনদিন বাপের বাড়ি যাবো না, কখনো না।

আর যাবোই বা কেন,কে আছে আমার ওখানে,,?😔😔
হঠাৎ দরজা ঠেলে আমার স্বামী রুমে ঢুকলো। ওকে দেখেই আমার মুখ শক্ত হয়ে গেল।

উফ ! এই কালো লোকটা কি আমাকে এখন জড়িয়ে ধরবে !😨😨
আমি নিশ্চিত ওর মাথা ফাটিয়ে দিবো। গোল্লায় যাক আমার পরিবারের মান সম্মান।দরকার হলে আমি আত্মহত্যা করবো।

লোকটা আমাকে এক পলক দেখেই চোখ নামিয়ে নিলো।

রাশেদ রুমে ঢুকে নাজিলাকে এক পলক দেখেই চোখ নামিয়ে নিলো।এক পলকেই নাজিলার শক্ত মুখ দেখলো রাশেদ।

বিছানার পাশে রাখা চেয়ারে বসে রাশেদ বললো,, তুমি চাইলে শাড়ি গহনা চেঞ্জ করে আসতে পারো। অনেক সময় ধরে পড়ে আছো, নিশ্চয়ই হাস ফাঁস লাগছে !

নাজিলা ঝট করে নেমে ব্যাগ থেকে কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল।
রাশেদ ও নিজের পাঞ্জাবি পায়জামা বদলে ট্রাউজার টিশার্ট পড়ে নিলো।

আমি হাত মুখ ধুয়ে বের হয়ে দেখি আমার স্বামী মানে রাশেদ জামা কাপড় বদলে বিছানার কোনায় জুবু থুবু হয়ে বসে আছে।

যেন সে একটা অপরিচিত পরিবেশে বেড়াতে এসেছে।ওর অস্বস্তি দেখে আমার কেনো জানি স্বস্তি আসে।

আমি কখনোই লাজুক বা ভীতু প্রকৃতির মেয়ে নই। চঞ্চল,উচ্ছল আর যথেষ্ট বুদ্ধিমতি। যে কোনো পরিস্থিতিতে নিজেকে সামলে নিতে জানি।

রাশেদের জুবু থুবু ভাব দেখে আমি সজাগ ভঙ্গিতে বিছানায় গিয়ে পা তুলে বসি।

রাশেদ আমার দিকে না তাকিয়েই বলে,, তুমি এ বিয়েতে রাজি ছিলে না আমি জানি।

আমি কিছু না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে রাশেদের দিকে তাকাই।
রাশেদ বলতে থাকে,, আমার বিয়ের প্রস্তাবে তোমার চাচারা আমাকে নিয়ে দ্বিধায় ছিল।

আমার পরিবার, আমার ব্যবসা সব কিছুই উনাদের পছন্দ ছিল কিন্তু আমার গায়ের রঙ নিয়ে হয়তো তারা ভাবছিল। তোমরা তো সবাই অনেক বেশি সুন্দর।

জানো, আমার খুব আফসোস হয়েছিল। আমি কালো এজন্য নয় আমার আফসোস ছিল তুমি কেন এতো সুন্দরী। কেন এতো ফর্সা।

আমি তোমাকে যেদিন দেখেছিলাম ঐ দিনই পছন্দ করেছিলাম।

আমি মনে মনে মুখ বাকালাম 😏😏 দেখা মাএই পছন্দ করেছেন রূপ দেখে আবার আফসোস করছেন কেন এতো সুন্দরী হলাম।
কত যে ঢং জানে ছেলেরা !

রাশেদ বললো,, তুমি হয়তো ভাবছো তোমার সৌন্দর্যে যে কেউ তোমাকে পছন্দ করবে। আমি কিন্তু তোমাকে অন্য কারণে পছন্দ করেছিলাম।

আমি একটু চমকে তাকাই।অন্য কি কারণ হতে পারে !,,,,,,



চলবে,,,
220 Views
1 Likes
0 Comments
5.0 Rating
Rate this: