রাশেদ নাজিলার বিরক্তি নিয়ে চলে যাওয়া দেখে নিঃশব্দে হাসে।মনে মনে বলে,, অভিমান !🙂🙂
আমি কাপড় পাল্টে বিছানায় বসে বলি কাল তো অনেক কিছু জানা হলো না।
রাশেদ : কি জানতে চাও,,??
নাজিলা: আমার চাচি আপনার বান্ধবী কিভাবে,,?? আপনি আমাকে অন্য কোন কারণে বিয়ে করেছেন,,?? 🤨🤨
রাশেদ হেসে বলে,, আচ্ছা একটা একটা করে বলি,,🙂🙂 ছোটবেলায় তোমার চাচী শিউলি আর আমরা একই এলাকায় পাশাপাশি ছিলাম।
শিউলি আমার সমবয়সী। বলা চলে একসাথে খেলা করে বড় হয়েছি আমরা। শিউলি আর আমি দুজনেই পড়াশোনায় ভালো ছিলাম।
আমার আব্বার অনেকগুলো দোকান ছিল বিধায় আর্থিক অবস্থা বেশ ভালো ছিল। আব্বা ব্যবসায়ী হলেও উনি ছিলেন সাহিত্য অনুরাগী। আমাদের বাসায় পুরাই পড়াশোনার পরিবেশ ছিল।
অন্যদিকে শিউলি মেধাবী ছিল কিন্তু ওর বড় ভাইদের যেভাবে পড়াশোনায় যত দেওয়া হতো ওর বেলায় আলাদা কোন যত্ন ছিল না।
আমাদের বাসায় ছোটবেলা থেকেই গল্পের বইয়ের সমাহার ছিল। শিউলি সেই বয়সেই গল্প পড়তে পছন্দ করতো বলে আমার কাছ থেকে বই নিয়ে পড়তো।
শিউলি পড়াশোনায় সবসময় ফাস্ট হতো আর আমি সেকেন্ড। ওকে আমি কখনোই ডিঙ্গাতে পারতাম না।
আব্বা হঠাৎ করে একদিন রোড এক্সিডেন্টে মারা গেল আমি তখন কেবল ক্লাস নাইনে পড়ি। আমাদের দুনিয়া ওলট-পালট হয়ে গেল। আমি বড় ছেলে বাকি ভাই বোন সব ছোট ছোট। 😔😔
আমাদের এতগুলো দোকান চাচারা বিভিন্ন হিসাব দেখিয়ে নিয়ে নিলো। কেবল একটি দোকান আমরা পাই। আব্বার বিশ্বস্ত কর্মচারী হাসনাত চাচা আমাকে দোকানে বসালেন ।
নাইনে পড়া ছেলে আমি,, হঠাৎ করে ব্যবসায় বসে চোখে সরষে ফুল দেখি।
হাসনাত চাচা আমাকে অল্প অল্প করে সব বুঝিয়ে দিলেন ।এই একটা দোকান দিয়ে আমাদের দোকান শুরু হয়।
আমাদের দুঃসময়ে চাচাদের এমন স্বার্থন্বেষী আচরণে আমরা খুব ভেঙ্গে পড়ি। পরে আম্মা আমাদের নিয়ে এদিকটায় চলে আসেন। এই জায়গাটা আমার নামে কিনেছিলেন আব্বা। তখন এই বাসাটা এত বড় ছিল না। ছোটখাটো টিনের ঘর করে ভাড়া দেওয়া ছিল।
একপাশে ভাড়াটিয়া রেখে আরেক পাশে দুই রুম নিয়ে আমাদের নতুন করে জীবন সংগ্রাম শুরু হয়।
আমি দোকান নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ি যে,, পড়াশোনা থেকে অনেক দূরে সরে যাই। আম্মার তো ছোট ছোট ভাইবোনদের নিয়ে পাগল পাগল অবস্থা।
একদিন শিউলি তার মাকে নিয়ে আমাদের বাসায় বেড়াতে আসে। আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি শুনে খুব অবাক হয়। যেভাবে হোক পরীক্ষা দিতে বলে। ওর চাপাচাপিতে আম্মার ও যেন হুস আসে।
আম্মা আমাকে ফাইনাল পরীক্ষা দিতে বলেন।
কিন্তু ......😥😥
চলবে,,,,,,,,
রূপসী রাজকন্যা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
164
Views
2
Likes
1
Comments
5.0
Rating