**_________________**
**______________**
আমার মনে হয়, আমি এমনই একজনকে জীবনে চাই যে সবসময় আনন্দে থাকবে আর সবাইকে আনন্দ বিলিয়ে বেড়াবে।
আমার এ নিরানন্দ পরিবারকে আবার প্রাণ খুলে হাসতে শিখাবে। বিয়ে নিয়ে আমার তেমন কোনো ভাবনা ছিল না কখনও।
আমি শুধু চেয়েছিলাম আমি যাকে বিয়ে করবো সে যেন আমাকে অনুভব করে আর আমার পরিবারের মানুষগুলোকে মূল্যায়ন করে।
সে যেন শুধু আমার স্ত্রী নয় আমার জীবনসঙ্গিনী হয়। তোমাকে দেখে কেন জানি আমার মনে হয়েছিল আমার জীবন সঙ্গিনী হবার সব গুন তোমার আছে।
আমি মুগ্ধ হয়ে রাশেদের কথাগুলো শুনছিলাম।
জানো নাজিলা,, তুমি আমাকে নিরাশ করো নি। বিয়ের পর প্রতিদিন ঘরে ফিরে বাসার পরিবেশ দেখে আমার কি যে তৃপ্তি লাগে !!
স্বর্ণার হাসি খুশি মুখ,, রবিনের সাবলীল ব্যবহার,, আর আম্মা!! আম্মার মুখের প্রসন্ন হাসি যে কি আনন্দ দেয় আমাকে। তোমাদের লুডু খেলা,, একসাথে হইচই করে টিভি দেখা।
রবিনের প্রেম নিয়ে তোমার আড়ালে বসে ফিসফিস আলোচনা সবকিছুই আমার ভালো লাগে। 🙂🙂
আর আজকে মায়ের গান গাওয়া দেখে তোমাকে বুঝাতে পারব না তুমি এ পরিবারে কি নিয়ে এসেছো। এ পরিবারে তুমি যেন আনন্দের ছন্দ তুলে দিয়েছো। এই কদিনে সবাই তোমাকে অনেক অনেক ভালবেসে ফেলেছে।
রাশেদের কথাগুলো শুনতে আমার কি যে ভালো লাগছিল। মনে হচ্ছিল আনন্দে আমি নাচি!! রাশেদ আমাকে এত খেয়াল করে অথচ কিছুই বুঝতে দেয় না ।
আমি যেখানে সব সময় আমার চাঞ্চল্যতার জন্য আমার পরিবারে এত বকা খেতাম, চাচি ফুফুরা বলতো সংসার জীবনে আমার কপালে দুঃখ
আছে।
সেখানে আমার চাঞ্চল্যতার জন্যই রাশেদ পছন্দ করেছে🤗,, এ পরিবারের সবাই আমাকে ভালবাসে। আমি যেন আজ আমাকে নতুন ভাবে আবিষ্কার করি।
আমি আমার বেহায়া মন দিয়ে রাশেদকে প্রশ্ন করি সবাই আমাকে ভালোবাসে!!☺️☺️
সবাই?
রাশেদ বুদ্ধিমান ছেলে ! সে বুঝতে পেরে মুচকি হাসে কিন্তু উত্তর দেয় না।
আমিও নিজের বেহায়াপনায় লজ্জা পেয়ে প্রসঙ্গ ঘুরিয়ে বলি,, আজ কি কাপড় আনলেন যে মায়ের মুখ ভার হয়ে গেল???
আমাকে তো দেখালেন না!!
রাশেদ বলল,,, আম্মা তোমার জন্য আনা শাড়িটা দেখে মন খারাপ করেছে।
কেন??🤔🤔
আমার আর স্বর্ণারটা দামী আর তোমারটা কম দামি বলে। তুমি মন খারাপ করবে তাই আম্মা পুরো ব্যাপারটা চেপে যান তোমার কাছে।
আমাকে বলেছে,,, আগামীকাল আরেকটা ভালো দেখে শাড়ি এনে তারপর সব তোমার সামনে খুলবে।
**আমার যেন তর সয় না। আপনি কি শাড়ি এনেছিলেন আমার জন্য??😀
চলবে..........
রূপসী রাজকন্যা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
133
Views
2
Likes
1
Comments
0.0
Rating