My dear brother

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ঘরের লাইট অন হয়ে গেলো।পুরো ঘরটা বেলুন দিয়ে সাজানো হয়েছে।
আর একপাশে দাঁড়িয়ে আছে কণিকার পরিবার, চিনি ও কণিকার কিছু কলেজ ফ্রেন্ডস।
আয়ান এগিয়ে এলো।নিজের হাতটা বাড়িয়ে ধরলো কণিকার দিকে।
কণিকা তখন বিস্মিত,আনন্দিত।হুশ ফিরলে আয়ানের হাতটা ধরলো।
আয়ান কণিকাকে একটা চকলেট কেক এর সামনে।তাতে লেখা "Happy Birthday kanika"

এটা আমার কিউট বোনের জন্য।
Happy Birthday,dear kani.☺️(আয়ান)
আয়ানের পরেই বাকি সবাই চেঁচিয়ে উঠলো "Happy Birthday"
কণিকার চোখ দিয়ে খুশিতে পানি বেড়িয়ে এলো। জড়িয়ে ধরলো আয়ানকে।
My dear brother,I love you ❤️❤️❤️(কণিকা)

I love you too,pagli.☺️(আয়ান)


ও এই জন্যই তোরা আমাকে শুভেচ্ছা জানাস নি?আর চিনি আমাকে বাইরে নিয়ে গেলো,যাতে তোরা সব প্রস্তুতি নিতে পারিস?🤨(কণিকা)

বুদ্ধিমতী মেয়ে।😁(আয়ান)

কণিকা আয়ানের গায় চাপড় মারলো।
জানিস?আমি ভেবেছিলাম তোরা আমার বার্থডে ভূলে গেছিস।আমি কতো কষ্ট পেয়েছিলাম‌।😤(কণিকা)

তোমার জন্মদিন কী ভূলতে পারি?☺️(কণক‌ চৌধুরী)

বাবা,তুমিও আমাকে কষ্ট দিয়েছো।🥺(কণিকা)

So sorry,princess.☺️(কণক চৌধুরী)

ভাইয়া,এটা নিশ্চয়ই তোর প্লেন ছিলো?😑(কণিকা)

কী করে বুঝলি?🤨(আয়ান)

এতো ফালতু প্লেন তোরই হতে পারে?😁(কণিকা)

কী?😤(আয়ান)

কিছু না।গিফট দে।😅(কণিকা)

আয়ান চারটে বাসের টিকিট কণিকার সামনে ধরলো!
আমার কাল মামার বাড়ি যাবো?হুররে কী মজা।🤗(কণিকা)

পাগলী!!!😑(আয়ান)

আয়ান একটা ব্যাগ এগিয়ে দিলো কণিকার দিকে।
বাহ্,খুব সুন্দর ড্রেস তো,কণিকা ড্রেসটা দেখতে দেখতে বলল।

এভাবেই হাসি মজার মাধ্যমে কেটে গেলো পার্টি।


কিন্তু কাল‌ এমন কিছু হবে,যাতে কণিকা ভূলতে পারবে না!
(কী হবে জানতে চাইলে,পরের পর্ব পর্যন্ত অপেক্ষা করতে হবে।)

131 Views
4 Likes
0 Comments
5.0 Rating
Rate this: