দিনলিপি : দূরত্ব

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
তো, তানু ক্লাসরুমে পৌছালো!!
Hello,Learners.I'm Tanu Hossain from Bangladesh. I'll be your Sociology Teacher This Semester.
I Believe that together we can build a wonderful learning journey and
Explore how societies, Nations and
The whole world can be Transformed Through Knowledge and Understanding. Before,We begin I would love to know about each of you, So Let's Start with your introductions 😊...
[Students রা পরিচয় দিতে শুরু করলো]

Hello,mam I'm Burak from Istanbul, Turkey.
Hello mam, I'm Yusuf from Ankara Turkey.
Hello mam I'm Emir from Istanbul, Turkey.
Good morning mam,I'm Zeynep from Istanbul Turkey.
Good morning mam, I'm Aylin from Ankara Turkey.
Hello mam I'm Rahul Sharma from Delhi,India.
Salam mam I'm Hasan Mahmud from Dhaka Bangladesh.
Good morning mam I'm leyla from Ankara Turkey.
Salam Madam ji, I'm Ayesha from Lahore Pakistan.
Good morning mam, I'm Nour Hasan From Kairo,Egypt.
Hello miss,I'm chinado Okafour from Nigerian.
Good morning mam I'm Anna Müller from German.
Etc...Etc.....Etc......

Tanu : okey...Nice too meet you, Everyone!!

So,,আজকে আমি আপনাদের সাথে কথা বলবো দূরত্ব নিয়ে। আচ্ছা এইযে আমি আপনি আপনারা আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে জীবনের কোন এক পর্যায়ে ঘর ছাড়া হই। সেটা কখনো চাকুরী,পড়াশোনা বা অন্য যেকোন প্রয়োজনে!!

আর এইযে এই দূরত্বের সময়টুকু, জীবনে চলার পথে গন্তব্যের একটা part... এই সময়ে আমাদের চূড়ান্ত পর্যায়ে ডাউনফল হতে পারে আবার আমাদের উন্নতিও হতে পারে।

আমি মনে করি,,,জীবনে আমরা যত কঠিন পরিবেশই face করিনা কেন,,এই ঘর ছাড়া পরিস্থিতি, অন্যত্র গিয়ে থাকার পরিবেশ পরিস্থিতি টা সবচেয়ে tough...!!

প্রথমত যা আসে তা হচ্ছে, চেনা এক পরিবেশ, চেনা কাছের মানুষজন,চেনা জানা সবকিছু ছেড়ে অচেনা মানুষ জন,অচেনা পরিবেশ, অচেনা জায়গা, দায়িত্বের বোঝা একঘেয়েমি জীবন কত ভালো মন্দ কতকিছু......

দ্বিতীয়ত যা তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আমাদের এক ছাদের নিচে রুমমেট গুলো এবং আমি যে দূরে আছি সেই দূরত্ব টা।

আসলে,,চেনা মানুষ, চেনা সম্পর্ক গুলো থেকে দূরে যাওয়ার পরই আমাদের আসল রুপ গুলো বের হয়!! কারণ... তখন আমাদের শাসন করার মতো কেউ থাকে না। আদর ভালোবাসার জন্য কেউ থাকে না ।

ঠিক এই দূরত্বের সময়টাতে যদি আপনার এমন মনে হয়,,,ধুর যা খুশিতাই করবো,ঘুরবো ফিরবো chill করবো আড্ডা দিবো এইসেই সব করবো,,বাবা মায়ের ওসব ফাজলামো শাসন আর girlfriend / boyfriend এর ওসব বুঝানো ভালো লাগে না আর শুনতে হবে না now I'm free........etc.....

I'm sorry to say, তাহলে আমাকে বলতে হবে, আপনার পিতা মাতা আপনাকে মানুষ করতে পারেনি। আপনার ভালোবাসার মানুষ আপনাকে চিনতে ভুল করছে। আপনি শুধু Age cross করেছেন এবং হরমোনের প্রভাবে বড় হয়েছেন।

কিন্তু আপনি মন থেকে বড়ও হননি এবং মানুষও হননি। আপনার মধ্যে মনুষ্যত্ব বিদ্যমান নহে, আর সেজন্যই আপনার মধ্যে বিবেক,বাস্তবতা,সম্পর্কগুলোর প্রতি দায়িত্ব বিশ্বাস ভরসা Good personality সব missing.....!! আপনি নিজেও ধ্বংস আর অন্যদেরকেও ধ্বংস করছেন,করবেন।

আবার দূরত্বের সময়টাতে যদি আপনার মনে হয় যে,আমি যা করতে এসেছি আমি সেটাই করবো।আমি বাবা মায়ের মুখ উজ্জ্বল করবো,তাদের গর্ব হবো। বাবা মায়ের আমার প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা কে সম্মানে রাখবো।

আমি দূরে আছি তো কি হয়েছে.. আমার ভালোবাসার মানুষের বিশ্বাস ভরসা আমি বজায় রাখবো,টিকিয়ে রাখবো।সম্পর্ক এবং তার প্রতি আমার দায়িত্ব চিরকাল বহাল থাকবে।

তো আমি বলবো... Congrates my child.
You're a good human and a pure soul.No matter what...তোমার Maturity 100%/80%/70%বা তারও কম। কিন্তু তুমি matured এবং তুমি খুব ভালো মানুষ।

তুমি তো সেই নক্ষত্র, যে জীবনের নানা দিগ্বিদিকে ছুটে চলে এবং সফল হয়। তুমি সেই নক্ষত্র যে ভালোবাসার পিছনে ছোটে সফল।
যে ভালোবাসা দিতে পারে, আবার ভালোবাসা অর্জনও করে।
তুমি তো চারপাশ আলোকিত করে দাও তোমার দ্বারা!!

এবার যদি বলি Roommate নিয়ে, তাহলে বলবো এইযে আপনার ডাউনফল উন্নতি, মানুষ অমানুষ হওয়া এগুলোর ক্ষেত্রে আপনার আমার রুমমেট গুলোর প্রভাব অনেক বেশি।

সঙ্গদোষে লোহা ভাসে এটা আমাদের বাংলাদেশের বাঙালি প্রবাদ my childs.
তোমার সঙ্গ ভালো হলে তুমি ডাউনফল থেকে অনেক উন্নতির আলো দেখবে মানুষ হিসেবে এবং সফলতার platform এ। নিজের ভালোবাসার মানুষ গুলোর কাছেও আরও প্রিয় হতে প্রিয় হবে।

তোমার সঙ্গ খারাপ হলে, তুমি উন্নতির শিখর থেকে ডাউনফলের মুখ দেখবে। তুমি হয়ে যাবে বিচ্ছিরি একটা মানুষ। তোমার ভালোবাসা,আসল আপনজনেরা তোমার থেকে দূরে সরে যাবে। তুমি হয়ে যাবে শূন্য!!

আর এটা হবে তোমার জীবনের কালো অধ্যায়।

So,my childs..Build yourself.Be a men.Be a Women.Build A Strong Personality always. Be a fighters.
জ্ঞান অর্জন করো দোলনা হতে কবর পর্যন্ত।বাস্তবতা জানো শিখো গ্রহন করো।সত্য কে বলো,গ্রহণ করো।একা থাকতে শিখো,একা থাকো,একা হও।তোমার সৃষ্টি কর্তাকে পাশে রাখো। তার গোলাম হও। মানুষ হও।

আজ এপর্যন্তই।আগামী ক্লাসে আমরা আরও দর্শন,শিক্ষা, সমাজ নিয়ে জানবো জানতে থাকবো..
Allah Hafeez...!!


46 Views
0 Likes
0 Comments
5.0 Rating
Rate this: