দিনলিপি : ফাতমা খালা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
Lecture শেষে নিজ গাড়িতে করে তানু রওয়ানা দিলো তার Apartment এর দিকে।
আবারো তার গাড়ি সবুজ প্রকৃতি,বসফরাস জলরাশি অতিক্রম করে ছুটে চলছে গন্তব্য
স্থলে। কিছু সময় পর গাড়িটি থামলো Fatih City- র একটি ছোট সুন্দর মনোমুগ্ধকর ঐতি
হাসিক Apartment এর সামনে। যা বিশ্ববিদ্যালয়ের প্রায় কাছাকাছি!!

কলিং বেল বাজাতেই ভিতর থেকে দরজা খুললো একজন মধ্য বয়স্কা মহিলা।যার গাঁয়ের রং খুব ফর্সা,চেহারায় আছে মিষ্টন্নতা, শান্তির
স্নিগ্ধতা। উনি একটু আধটু মোটাসোটা।পরনে
তার্কিশ পোশাক গাউন আর মাথা হিজাব দিয়ে
ঢাকা।

তানু : খোশামদি ফাতমা খালা।
ফাতমা খালা : মৃদু হাসি দিয়ে,, খোশামদি মেরি
জান!! এরপর তানু ভিতরে ঢুকতেই উনি দরজা বন্ধ করে দিলো। ড্রয়িং রুমে গিয়ে তানু বসলো আর খালা পানি নিয়ে এসে বললো,কেমন ছিলো সবকিছু ??

তানু: খুব ভালো খালা!! University, My Colleagues, All of the Professors, Lecturers,Learners were good and so kind.
ফাতমা খালা : মাশাআল্লাহ। তুই সবসময় খুশি থাক এটাই তো চাই মেরি বাচ্চা!! ঠিক আছে, আমি টেবিলে খাবার দিয়ে দিচ্ছি, তুই আয়😊!!

তানু : আপনিও রেডি হয়ে আসবেন খালা।আমরা একসাথে খাবো...





50 Views
0 Likes
0 Comments
5.0 Rating
Rate this: