__________________##_______________
___________৳##
আমার স্পষ্ট মনে আছে সেই বিল্ডিং ভাঙ্গার কথা,,,, এতো সুন্দর বাড়ি ভেঙে ফেলায় আমি খুব মনঃক্ষুন্ন হয়েছিলাম।
অথচ কখনো ভাবিনি,, আমার কিশোরী মন যে কন্ঠের প্রেমে মরেছিল সেই কন্ঠের অধিকারী ঐ বাসাটায় ছিল ! 😔😔
এজন্যই বোধহয় এর ধ্বংস দেখে মনে করুন সর বাজছিলো !
আমার দম আটকে আসতে থাকলো।অভ্রদা আমার ভাসুর হয় ।উনিই আমার কিশোরী মন চুরি করা কন্ঠের মালিক।😱😱
এই লোক কে নিয়ে কোনো উলটপালট চিন্তা মাথায় যেন না আসে !
ইশ,, সে কেন অন্য কেউ হলো না,,?
কেন এই বয়সে তাকে খুঁজে পেলাম,,?😥😥
তাও আবার এমন পরিচয়ে,,,?
ক্ষণিক পরে আবার মাথায় এলো,,, সে তো সেই মানুষটা নাও হতে পারে।বিষয়টা কাকতালীয় হওয়াটা অবাক কোনো বিষয় নয়। হতেই পারে,, আমি আসলে অযথা বেশি ভাবছি।
অভ্রদাই কি সেই ব্যক্তি কি না,, সেটা জানার একমাত্র উপায় আগামীকাল তার গান শুনে নিশ্চিত হওয়া।
তবুও নিজেকে বুঝ দিলাম,, যদি তিনিই সেই কাঙ্খিত ব্যক্তি হন,, তবে আমি স্বাভাবিক থাকবো। রহস্য ভেদ হচ্ছে,, এই ভেবেই সুখী থাকবো।😥😥
আর যদি তিনি সেই তিনি নাও হন,,তাতেও আশাহত হবো না।এই বয়সে, এই পর্যায়ে এসে কিশোরী জীবনের প্রেমের রহস্য ভেদ করতে চাই না।
থাকুক না কিছু রহস্য বাকি জীবনে,,ক্ষতি কি ,,?
এবার কেবল অপেক্ষা !
সকালে ঘুম ভেঙ্গে আগের রাতের কিছুই মনে পড়লো না,,ততক্ষন যতক্ষণ না অভ্রদাকে নিয়ে বাড়িতে হৈ চৈ পড়ে।
লোকটা আসলেই সেলিব্রিটি।
আমি তখন সায়মনের সাথে নাস্তা করছিলাম। চালের রুটি,,গরুর গোশত,,আর ডিম পোচ দিয়ে।
এই সময় ওর কয়েকটা কাজিন এসে বলল,," অভ্রদা একটু আগে ল্যান্ড করেছে।বললো,, দুপুরের খাবার নাকি এখানে এসে খাবে !
বাড়ির বড়, বুড়ো সবাই হৈ হৈ করে উঠলো।
অভ্রদাকে নিয়ে সবাই খুব উত্তেজিত। দেখতে গেলে সে ফাস্ট কাজিন না।
তবুও তাকে নিয়ে উত্তেজনা দেখে সেটা বুঝার উপায় নেই। রাতের মতো আমার ভিতরে কোনো দ্বিধা - দ্বন্দ্ব নেই,, বরং ভালো লাগছে।
আমি হাসিমুখে সবার গল্প শুনে যাচ্ছি।অভ্রদা কতো মজার মানুষ,,কতো সুন্দর গান করেন,, গীটার বাজানো,,কবে সবাইকে খাইয়েছেন,
আজ হলুদের অনুষ্ঠানে কি পারফর্ম করবেন,, সে নিয়ে সবাই আলোচনা করে যাচ্ছে।
এর মধ্যে অভ্রদার কেন ডিভোর্স হলো এবং কেন সেই মহিলা একটা বাস্তব শাকচুন্নী হবে সেই নিয়েও সবাই গল্প করছে।
গল্প আড্ডায় দুপুরের খাবারের আয়োজনের মাঝেই কাঙ্ক্ষিত ব্যক্তি হাজির হলেন।
আমি,,,,,
চলবে,,,
পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন,,,
অচেনা এক কন্ঠের সুর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
120
Views
1
Likes
0
Comments
5.0
Rating