সবার সামনে বিস্মিত আমার বর আমাকে ধরে কোনোমতে শান্ত করলো।
কেউ কেউ আমাকে দেখে লজ্জায় হেসে ফেললো,,কেউ আবার আমি ঠিক আছি কি না, এই চিন্তায় অস্থির হয়ে গেল।
দ্বিতীয় দলে ছিল সায়মন,,সে কয়েক সেকেন্ডের মাঝে আমার মুখখানা দুহাতে ধরে তুলে চাইলো।ভীত কন্ঠে প্রশ্ন করলো,,
সাদিয়া ! কি হইছে তোমার,,? ঠিক আছো,,? 😥😥। আমি চোখে পানি নিয়ে অদ্ভুতভাবে হাসলাম।
এতো বড় সারপ্রাইজ আল্লাহ আমাকে দিয়েছে,, আমি তখন ও বিশ্বাস করতে পারছি না।
সায়মন কাকে যেন ইশারা দিয়ে ১ বোতল পানি এনে আমাকে খাওয়ালো।
দুহাতে চোখের পানি মুছে দিল। বারবার জিজ্ঞেস করতে থাকলো,, কি সমস্যায় পড়েছি আমি হুট করে,,?
নিজেকে একটু ধাতস্থ করে ওকে বললাম,,"আই লাভ ইউ"
এতো জোরে বললাম যে প্রায় সবাই শুনেই ফেললো 🤭🤭
মুরুব্বিরা নিঃসন্দেহে ঘরের বউয়ের উপর খুব বিরক্ত হলো।😁😁
আর ইয়াং জেনারেশন খুশিতে নেচে উঠলো। দুএকটা শিসও শুনতে পেলাম।🤭🤭
সায়মনের মুখে কোনো লাজুকতা ছিল না। বরং বিশ্বজয়ের একটা হাসি দেখতে পেলাম। সেই হাসি মূহুর্তেই ওর পুরো মুখে ছড়িয়ে পড়লো।
আমি ওর দু'চোখ দেখছি।ওর দু'চোখ বিশ্বজয়ের প্রাপ্তিতে জ্বলছে।
" এটা কি স্টেজে বলতে উঠেছো,,? ( সায়মন )
আমি জোরে মাথা নেড়ে মানা করলাম।
ওকে বললাম,, " তোমার সাথে একটা ডুয়েট গান করবো "
সায়মন ঠিক বুঝে উঠতে পারলো না। আমি নিচু হয়ে মাইক তুলে নিলাম।
ওর চোখে চোখ রেখে নিঃশ্বাস ছেড়ে খুব স্বাভাবিকভাবে গানের সুর তুললাম।
" যখন নিঝুম রাতে সবকিছু চুপ
নিষ্প্রাণ নগরীতে ঝিঁঝিঁরাও ঘুম হুম্মাম,,
আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে
জেগে রই সারা নিশি,,
মম মম এতটা ভালোবাসি।
এতটা ভালোওবাসিইইই"
সায়মন কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে রইলো। অতঃপর বিস্ময় খেলে গেল ওর চোখ জোড়ায়।
হ্যাঁ, আমি স্পষ্ট পড়তে পারলাম,ও আমার কন্ঠস্বর চিনেছে ! তাছাড়া, এই গানটাই আমরা শেষ একএে গেয়েছিলাম।দ্বিতীয় রাতের শেষে।
আমার দিকে অবিশ্বাস নিয়েও রইলো। ইশারায় বুঝানো,, তুমি কি সেই,,?
আমি ও চোখে পানি নিয়ে দু'হাতে মাইক চেপে মাথা নেড়ে সম্মতি প্রকাশ করলাম।
সে কয়েক সেকেন্ড মুখে হাত চেপে চোখ বড়বড় করে স্তব্ধ হয়ে চেয়ে রইলো।
অতঃপর সায়মন সবার সামনে আমাকে দুই হাতে জড়িয়ে উপরে তুলে ফেলল।😝😝
পুরো প্যান্ডেল জুড়ে তখন আমাদের দুজনকে নিয়ে হৈ হৈ রৈরৈ ধ্বনি।
আমি ভাবতে পারি নি আমার প্রচন্ড আন রোমান্টিক ব আমাকে তার পুরো আত্বীয় মহলের সামনে এইভাবে জড়িয়ে ধরবে !
আমার মাথায় তখন কাজ করছে,, অনেকেই আমাদের ভিডিও ছবি তুলে ফেলেছে। অনেকে হয়তো গসিপও বানিয়ে ফেলেছে।
আমরা বিবাহিত দম্পতি হওয়া সত্ত্বেও। অথচ তাতে ওর বাঁ আমার কিছুই এসে যায় !
কয়েক সেকেন্ড পর সায়মন মুগ্ধ কন্ঠে আমাকে ফিসফিস করে বলল,, " আমি বিশ্বাস করতে পারছি না ! "
আমি আনন্দে কাঁপতে কাঁপতে বললাম আমিও না ! সেই রাতে আমাদের স্বাভাবিক হওয়ার সাথে সাথে অভ্রদাসহ ওর কিছু কাজিন এসে জিজ্ঞেস করলো,, " সিন ক্যায়া হ্যায় বস,,?"
সায়মন সবাই কে শান্ত করে হাসতে হাসতে ছোটবেলার কাহিনী বলতে থাকলো। সাথে আমিও কিছু যোগ করলাম।
আমাদের এই সিনেমাটিক মিলন দেখে সব মেয়ে গুলো হাহাকার করে বলে উঠলো,, " আহা আমাদের জীবনেও যদি এরকম সিনেমাটিক কিছু হতো ! "
আমরা দুজন সেদিন অপার বিস্ময়ে নিজেদের আবিষ্কার করেছিলাম।😊😊
সত্যিই, জীবন মাঝে মাঝে নাটকের চেয়েও নাটকীয় হয়ে যায়।
তাই না,,?
**_____________________**______
__________**সমাপ্ত**_________________**
জান্নাত
খুব ভালো একটা গল্প
আয়েশা আক্তার মিম
শুকরিয়া 💞💞