
অচেনা এক কন্ঠের সুর
ঐ রাতে আরো বেশ কিছু গান গেয়েছি। থাকে না মানুষের কাছে একটা "মেড ফর ইচ আদার" টাইপ গাটস ফিলিং হয়,,?
আমার ও হচ্ছিলো।
এখন,এই বয়সে যদিও সেটা কৈশোরের পাগলামি বই কিছু মনে হয় না,, তখন এই কিঞ্চিত সময়ের মাঝে আমি ঐ কন্ঠস্বরের উপর একেবারে প্রেমে পড়ে মরো মরো দশা।
ঐদিন .....