________________________&&&_________
আমি সাড়ে তিন বছর তাদের সাথে ছিলাম।অথচ,, এই সাড়ে তিন বছরে কখনো ঐ রাতের অনুভূতিটা পাই নি।ঐ ক্যামিস্ট্রি অনুভব হয় নি।
কি কারণে জানি না,,এ বছরেও আমি সেই দুটো রাতের কথা ভুলতে পারি নি। কেনো আমার সেই রাত, সেই কন্ঠের উপর এতো অবসেশন ,,তা আবিষ্কার করতে পারি নি।
সাধারণ ভাবে দেখলে মনে হবে,,এটা একটা সামান্য ব্যাপার।
কিন্তু কিশোরী জীবনের প্রথম ভালোলাগা, জীবনের প্রথম প্রেমের মতই অসংখ্য অনুভূতি আমার সেই ঘটনাকে ঘিরে এবং অবশ্যম্ভাবী হলো এর পেছনে উল্লেখযোগ্য কোনো যুক্তি নেই।
পড়াশোনা শেষ হতেই আমার বিয়ে হয়ে গেল।মানে করে ফেললাম 😁😁
আপুর বিয়ে আর পাঁচ বছর আগে হয়েছে,, একটা মেয়েও আছে। সামনে আরেকটা হবে 🤭🤭
এই অবস্থায় বিয়ে কর, বিয়ে কর' বলে মাথা খারাপ করে ফেলল বাড়ির লোক।
আম্মু তো শুধু ইমোশনাল ব্লাকমেইল করতো !
বলতো,,
নাদিয়া কে বিয়ে দিলাম, ওর বাচ্চা পারতেছি। বয়স থাকতে থাকতে তুই বিয়ে করলে তোর জামাইকে দুইটা ভালো মন্দ বানাইয়া খাওয়াইতে
পারতাম। বাচ্চা হইলে পাইলা দিতাম।
বুড়া বয়সে বিয়ে করলে জামাইরে ও ভালো মন্দ দিতে পারমু না,, বাচ্চা পালা দূরে থাক !
বিয়ে কর তাড়াতাড়ি মা ,, বিয়ে কর,,
আম্মুর যন্ত্রনায় বিরক্ত হয়ে রাজি হয়ে গেলাম। ছেলেও ছিলো মোটামুটি ভালোই।
প্রথম দেখায় গম্ভীর কণ্ঠে কেবল জিজ্ঞাসা করেছিল,, কোনো অতীত থাকলেও থাকতে পারে। কিন্তু সেই অতীত কখনো বর্তমান হবার সম্ভাবনা নেই তো ?
বিশ্বাস করবেন কিনা জানিনা,, প্রথমেই সেই ছেলেটা,, সেই ছেলেটার গানের কন্ঠ কানে বাজতে থাকলো,,,,," আজ তোমার মন খারাপ মেয়ে" •••••• । আমার কি কখনো সেই কন্ঠের মালিকের সাথে দেখা হবে না ?
কয়েক সেকেন্ড নীরব থেকে অনুভব করলাম,, এখন আর সেই কিশোরীটি নেই আমি।বড় হয়ে গেছি,, ঠুনকো আবেগ ছুড়ে ফেলার সময় এসেছে।
তাই মাথা নেড়ে না জানিয়ে ছিলাম।
তার আমাকে বেশ সাংসারিক মনে হয়েছে।তাই সেও মতামত দিয়েছিল।
ফলাফল,,এক মাসের ব্যবধানে আমার পরিচয় হলো মিস থেকে মিসেস সাদিয়া।😊😊
আমার বর খুব একটা রোমান্টিক না। তার উপর এরেঞ্জ ম্যারেজ। দুজনের সহজ হতে হতে মাস পার হলো।
সে আমাকে দেখলে কেমন একটু সরে সরে থাকে,, আমিও পারলে খাটের নিচে ঢুকে পড়ি😁😁
এত ছেলের সাথে চললাম, কখনো এমন পুরুষ পাই নি ! তার কাছ থেকে সরে থাকা কেবল সংকোচ থেকে নয়,, অভিমান থেকেও।
মেয়েরা তো একটু লাজুক হয়ই।☺️☺️ এটা তো একজন পুরুষের কাজ তার স্ত্রীকে সহজ করা।সে কেন দূরে দূরে থাকবে ? তার কেন এত অস্বস্তি হবে?
আমাকে অতীতের কথা জিজ্ঞেস করে নিজে আবার অতীতে আটকে নেই তো ? 😱😱
চলবে,,,,,
অচেনা এক কন্ঠের সুর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
147
Views
2
Likes
0
Comments
5.0
Rating