পার্ট:৩
ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে রিজুর বাবা-মা
রিজুর মা কান্না করতে করতে বলে।
রিজুর মা: আমার মেয়ে কোথায়
সজল: আন্টি টেনশন করবেন না রিজু ঠিক আছে।
রিজুর মা: আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলো।
রিজুর বাবা নিজের স্ত্রী কে সামলে বলেন
রিজুর বাবা: সজল আমার মেয়ের কি অবস্থা ডাক্তার কি বলেছে
সজল: রিজুর বেশি কিছু হয় নি একটু মাথায় চোট পেয়েছে ডাক্তার ওকে ঘুমের ঔষধ দিয়েছেন এখন ঘুমাচ্ছে
রিজুর বাবা: তোমাকে অনেক ধন্যবাদ তুমি না থাকলে আজকে আমার মেয়ের অনেক বড়ো ক্ষতি হয়ে যেতো।
সজল: এভাবে বলবেন না আঙ্কেল এটা আমার দায়িত্ব
রিজুর বাবা কৃতজ্ঞতা প্রকাশ করলেন। রিজুর জ্ঞান ফিরেছে আধা ঘন্টা হয়েছে । সবাই তার কেবিনে উপস্থিত। রিজুর মা। মেয়ে কখন থেকে জরিয়ে ধরে কেঁদেই যাচ্ছেন।
রিজুর মা : মা তুই ঠিক আছিস তো কোথাও কষ্ট হচ্ছে নাতো।
রিজু: মা তুমি শুধু শুধু টেনশন করছো আমার তেমন কিছু হয় নি শুধু একটু মাথায় চোট পেয়েছি
রিজুর মা: তুই চুপ কর কে বলেছিল রাস্তার মাঝ খানে যেতে।
রিজু ধমক খেয়ে চুপ করে রইলো
এর মধ্যে সজল বলে উঠে
সজল: রিজু এখন কেমন লাগছে ( নরম শুরে)
এটা শুনে রিজু অবাক হয়ে গেল এত গম্ভীর মানুষের এত নরম কন্ঠ।
সজল: কি হলো উত্তর দাও
রিজু ভাবনা থেকে বেড়িয়ে উত্তর দেয়
রিজু: আমি ঠিক আছি
সজল বললো: আচ্ছা সময় মতো খাওয়া দাওয়া করবে আর বেশি দুষ্টুমি করবে না
ব্যাস হয়ে গেল রিজুর সব ব্যাথা উধাও
সজল একবার রিজুর দিকে তাকালো আর মনে মনে কিছু ভাবলো
সজল: আচ্ছা আন্টি আঙ্কেল আমি আসি।
রিজুর মা: আচ্ছা বাবা তুমি আজকে আমাদের জন্য অনেক করেছ।
সজল: আন্টি এভাবে বলবেন না আমি কি আপনাদের নিজের না
রিজুর মা: না বাবা বিষয় টা এমন না
সজল: আচ্ছা আমি যাই বাড়িতে মা চিন্তা করছে।
রিজুর মা: আচ্ছা বাবা
রিজু মনে মনে প্রার্থনা করছে যাতে সজল যাওয়ার আগে একবার তার দিকে তাকাক এবং তাই হলো দরজার কাছে গিয়ে সজল পিছনে ঘুরে রিজুর দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে গেল
রিজু আনন্দে আত্মহারা
রিজু: স্যার কি আমাকে পছন্দ করে । নাস তার মতো একটা মানুষ আমাকে ভালোবাসবে অসম্ভব
(মনে মনে) আরো অনেক কিছু ভাবতে থাকে
এর মধ্যে রিজুকে বাড়িতে নিয়ে আসা হয় .............
. (চলবে)
আপনারা চাইলে আমি আপনাদের মন মত প্লট সাজাতে পারি আপনারা এই গল্পটিকে কেমন বানাতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব সেই ভাবে গল্পটি উপস্থাপন করার।( ধন্যবাদ)
ছাত্রী যখন শিক্ষক কে ভালোবাসে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
52
Views
2
Likes
1
Comments
0.0
Rating