পর্ব: ২
হঠাৎ স্যার বলে উঠল
স্যার: তোমার বয়ফ্রেন্ড আছে।
এই কথা শুনে আমি তো অবাক যে কখনো পড়ার বিষয় ছাড়া একটা কথাও বলে না আর আজ সে এই প্রশ্ন করছে।
আমি: না নেই( আমতা আমতা করে)
স্যার: ওহ্ ভালো ( মুচকি হেসে)
আমি: স্যার হঠাৎ এই প্রশ্ন
স্যার: এত কিছু জেনে তোমার কি যাও গিয়ে পড়তে বসো।
আমার মন খারাপ হয়ে গেল এখনি তো কত ভালো করে কথা বলছিল আবার আগের মত হয়ে গেল
আমি: জ্বী স্যার
স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়
তারপর আমি খাওয়া দাওয়া করে স্কুল এর জন্য রেডি হয়ে নেই। তারপর মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যাই স্কুল এর উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ চোখ গেল রাস্তার মাঝ খানে একটা বৃদ্ধ মহিলা রাস্তা পার হচ্ছে আর তার দিকে একটা বাইক আসছে অনেক তারাতাড়ি আমি বৃদ্ধ দাদি কে পিছন থেকে অনেক আওয়াজ দিলাম
আমি: দাদিমা সরে যান নাহলে এক্সিডেন্ট করবেন
কিন্তু সে আমার কথা শুনতে পেল না আমি আর কোন উপায় না পেয়ে দৌড়ে চলে গেলাম তাকে বাঁচাতে এবং তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই ঠিক সেই মুহূর্তে বাইকটা আমার পায়ের উপর দিয়ে চলে যায় আমি ব্যাথায় চিৎকার করতে লাগলাম
আমি: আহ্ ( কান্না করে)
সবাই এসে ভিড় করেছে কিন্তু কেউ সাহায্য করছে না সেই মুহূর্তে স্যার ওই রাস্তা দিয়ে ভার্সিটি যাচ্ছিল রাস্তার মাঝ খানে এত ভিড় থেকে এগিয়ে আসলেন।
স্যার: এখানে কি হয়েছে
লোক: একটা মেয়ে এক্সিডেন্ট করছে
স্যার: কেউ হাসপাতালে কেন নিয়ে যাচ্ছে না
লোক: এই যুগে কেই বা এসব ঝামেলায় জড়াতে চায় বলেন
এটা শুনে স্যার রেগে গেলে। ভিড়ের মধ্যে দিয়ে আস্তে আস্তে সামনে এগিয়ে আসে। আমাকে দেখে স্যার অবাক হয়ে যায় এবং তাড়াতাড়ি আমার কাছে আসে
স্যার: রিজু তোমার এক্সিডেন্ট কি করে হলো
আমি: খুব ব্যাথা করছে ( কান্না করতে করতে)
স্যার আর কোন কথা না বলে আমাকে নিজের কোলে তুলে নিলেন এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন
.
.
.
.
.
চলবে
কেমন লাগল বলবেন আগের পর্ব আইডি তে দেওয়া আছে
ছাত্রী যখন শিক্ষক কে ভালোবাসে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
42
Views
1
Likes
2
Comments
5.0
Rating