ছাত্রী যখন শিক্ষক কে ভালোবাসে

সানজিদা
সানজিদা
লেখিকা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রিজু পড়ার টেবিলে বই খাতা গুছিয়ে চেয়ারে বসে আছে। একটু পর সজল আসল। সজলকে দেখে রিজু সালাম দিল
রিজু: আসসালামুয়ালাইকুম স্যার
সজল: ওয়ালাইকুমুস সালাম, তোমার শরীর এখন কেমন
রিজু: আগের থেকে ভালো আছি।
সজল: পড়া বের করো।
রিজু: স্যার আমিতো এখনও পুরোপুরি সুস্থ হইনি আজকে একটু গল্প করি
রিজুর কথা শুনে সজল তার দিকে তাকাল আজ কেন জানি তারও ইচ্ছে করছে রিজুর সাথে গল্প করতে
সজল: আচ্ছা কি গল্প করতে চাও
রিজু তো পুরো অবাক সে মনে করেছিল তাকে ধমক দিবে। সে যাই হোক এখন সুযোগের সদ্ব্যবহার করতে হবে
রিজু: স্যার আপনি কাওকে পছন্দ করেন
সজল: নাহ
রিজু আরেক দফা অবাক এতো সোজাসুজি উঃ দিয়ে দিল
রিজু: সত্যি
সজল: তোমার সাথে আমার মজার সম্পর্ক যে মজা করব
রিজু থতমত খেয়ে গেল
রিজু: আ. আমি সেটা বলি নাই( আমতা আমতা করে)
সজল: ওকে আর গল্প চলবে না বই বের কর
রিজুর মনটা খারাপ হয়ে গেল সজল দেখেও না দেখার ভান করে থাকলো
৬:০০ টা বাজে সজল চলে গেল । সজল বাসায় পৌছে কলিং বেল বাজাতেই তার মা এসে দরজা খুলে দিল
সজলের মা: আজকে এতো দেরি হলো যে।
সজল: সেই কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই
এটা বলে সজল নিজের রুমে চলে গেল। রেহানা বেগম জানতেন এরোকমই কিছু হবে তাই কিছু বললেন না অভ্যাস হয়ে গেছে তার
সজল নিজের রুমে এসে ওয়াস রুমে চলে গেল। এর মধ্যে তার রুমে প্রবেশ করল তার ছোট ভাই নিহাদ । নিহাদ এসে দেখলো তার ভাই রুমে নেই হয়তো ওয়াস রুমে গিয়েছে । সে বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সজল টাওয়াল গলায় বের হয়ে আসলো এসে দেখলো নিহাদ বসে আছে
সজল: কি হয়েছে কি দরকার
নিহার: তোমার সাথে দেখা করতে আসলাম এই আরকি
সজল: তাই নাকি এতো ভালোবাসা ( সন্দিহান দৃষ্টিতে)
নিহাদ: সত্যি বলছি
সজল: হয়েছে আর প্যাঁচানো লাগবে না যা বলার বলে ফেল
নিহাদ: আসলে ভাইয়া আমার একটা বাইক লাগবে বাবাকে বলো না একটা কিনে দিতে
সজল : আমি কেন বলবো আমি এসব কিছু করতে পারবো না
নাহাদ: প্লিজ ভাইয়া একটু মেনেজ করে দাও না ( একটু কিউট ফেস বানিয়ে)
সজল আর না করতে পারলো না তার ছোট ভাই এর আবদার সে কি করে না করবে
সজল: ঠিক আছে দেখছি
নিহাদ আনন্দে ভাই কে জড়িয়ে ধরল
নিহাদ: thank you ভাইয়া তুমি অনেক ভালো
সজল: হয়েছে আর ভালোবাসা দেখাতে হবে না
নিহাদ সরে গেল এর মধ্যে উপস্থিত হলো নিরা
( নিরা সজল এর ছোট বোন এবার SSC দিবে আর নিহাদ সজলের ছোট ভাই এবার ইন্টার ফার্স্ট ইয়ারে)
নিরা: আমাকে রেখে কি কথা হচ্ছে শুনি
নিহাদ: চলে এসেছে শয়তানটায়
নিরা: কিহ আমি শয়তান ভাইয়া দেখ ও কি বলছে( কান্না কান্না ভাব নিয়ে)
সজল নিহাদ এর মাথায় একটা গাট্টা মেরে বলে
সজল: তুই ভালো হবি না
নিহাদ: না








...(চলবে)
64 Views
0 Likes
2 Comments
0.0 Rating
Rate this: