আমি: স্যার আপনি কি বিবাহিত
স্যার:কি বললে তুমি ( একটু বিরক্ত ভাব নিয়ে)
আমি: কিছু না স্যার ভুল করে বলে ফেলেছি
স্যার:কি বললে তুমি আবার বল
আমি: স্যার আপনি বিবাহিত ( কাঁপা কাঁপা গলায়)
স্যার: না
আমি: সত্যি (উত্তেজিত হয়ে)
স্যার: হ্যাঁ
আপনাদের বলতেই ভুলে গেছি আমি রিজু বাবা মায়ের একমাত্র মেয়ে আর এতক্ষন যার সাথে কথা বললাম সে হলো আমার স্যার আমি তাকে পছন্দ করি কিন্তু আমি তার থেকে ছোট সে এবার অনার্স সেকেন্ড ইয়ারে আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে তাহলে ভাবুন কত ছোট। চলুন গল্পে ফেরা যাক
আমি: স্যার আপনাকে একটা কথা বলব
স্যার: বল
আমি: আপনি খুব সুন্দর দেখতে
স্যার: তাতে কি
আমি: কিছু না
স্যার আমাকে এক সপ্তাহ ধরে পড়াচ্ছেন এর মধ্যেই আমি তাকে ভালোবেসে ফেলি। স্যার পড়ানো শেষ করে চলে গেলেন।
আম্মু: রিজু, রিজু এই রিজু কোথায় গেলি এদিকে একটু আয়
আমি: কি আম্মু বলল
আম্মু: সজল তোকে ভালো করে পাড়াচ্ছে
আমি হ্যাঁ উনি খুব ভালো করে পড়ায়
আম্মু: আমি জানতাম ও একটা ভালো ছেলে
আমি: হুম
আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম 😴😴
আম্মু: রিজু ওঠ সকাল হয়ে গেছে
আমি: আরেকটু ঘুমাই
আম্মু: সজল আসছে
আমি: কি! আগে বলবে না শোরো
তারপর আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম দেখি স্যার বসে আছে আমাকে দেখে স্যার বলল
স্যার: ঘুম হলো
আমি: হুম,
স্যার: ভালো
আমি: হঠাৎ এই সময়ে
স্যার: আসতে পারি না
আমি: আমি এভাবে বলতে চাই নি, আসলে এ সময়ে কখনো আসেন না তাই বললাম
স্যার: ভালো লাগছিল না তাই চলে এলাম তোমার সাথে গল্প করতে
আমি: ও আচ্ছা
হঠাৎ স্যার বলে উঠল
.
.
.
.
.
.
.
.
চলবে
গল্পটা ভালো লাগলে বলবেন
ছাত্রী যখন শিক্ষককে ভালোবাসে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
494
Views
9
Likes
6
Comments
1.0
Rating