সিনিয়র মামাতো বোনের প্যারা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
পর্ব :০১

রুমে বসে ফ্রী-ফায়ার খেলতেছি তখনি আম্মু আমার রুমে এসে,

—কিরে তুই এখনো বসে আসিছ,😡😡
(আম্মু আমার দিকে রাগি লুক নিয়ে)

—বসে না থেকে দাঁড়িয়ে থাকবো না-কি?😎
(আমি)

—কি বললি?😡😡
(আম্মু)

—ডিস্টাপ করো না তো?
যাও তো, দেখছ না ফ্রী-ফায়ার খেলতেছি!🥰
(আমি)

আমার কথা শেষ হতেই, আম্মু আমার হাত থেকে আমার ফোন কেড়ে নিলো!😭😭😭

—ও আম্মু, আম্মু গো, আমার খেলা।
এ্যা এ্যা,😭😭
(আমি)

—সকালে ব্রেকফাস্ট করার সময় তোকে আমি কি বলছিলাম?😡😡
(আম্মু)

—কি বলেছিলে?🤔
(আমি)

—তোকে না বলেছিলাম, বিকালে তোর মামার বাড়ি যাবো?🥰
(আম্মু)

—যাবো তো, আগে মোবাইল টা তো দাও?🙁🙁
(আমি)

—রেডি হয়ে নিচে আয়,
যাবার সময় মোবাইল পাবি, তার আগেও না পরে ও না।😄
(আম্মু)

—হু!🙁🙁🙁
(আমি)

—তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়?
(আম্মু)

আম্মু চলে গেল, আর আমি অসহায় হয়ে বসে আছি।
আরেকটু হলেই খেলাটা শেষ হয়ে যেত।🙁🙁 এইতো আর ২০ মি. বাকি ছিল।😁😁

তারপর ফ্রেস হয়ে, রেডি হয়ে নিচে নামলাম। আমার জামাকাপড় অবশ্য আম্মুই আগেই গুছিয়ে নিয়েছে।
নিচে নামতেই আম্মু,

—মাশাল্লাহ তোকে আজ, খুব সুন্দর লাগছে?🥰
(আম্মু)

আসলে আজকে আমি, নীল কালারের সার্ট আর একটা কালো জিন্সের প্যান্ট, আর হাতে ঘড়ি পড়ছি তো তাই!😎

—দেখতে হবে ছেলেটা কার?😉
(আমি)

—এখন চুপ কর, একটু এদিকে আয় তো?🥰
(আম্মু)

—কেন বলো তো?🤨
(আমি)

—তোর কপালে একটু কাজল লাগিয়ে দিয়, পরে না জানি আবার কার নজর পড়ে?😊
(আম্মু)

—সে জন্যই তো বলি, আমার মতো ছেলের আজ পর্যন্ত কেন একটাও গার্লফ্রেন্ড নেই?🤔
(আমি)

—কি বললি?😡😡
(আম্মু)

—বলছিলাম, দেরি হয়ে যাচ্ছে তো?😁😁
(আমি)

—ওহ, তাইতো?
(আম্মু)

—আম্মু একটা কথা......
(আমি)

আম্মু আমাকে থামিয়ে দিয়ে,

—এই নে তোর মোবাইল।
(আম্মু)

—হু।😁😁😁
(আমি)

তারপর বিকেল ৫ টার বাসে করে মামার বাড়ি রওনা হলাম, কুমিল্লা টু চট্রগ্রাম।😪

ওহহহ, হ্যাঁ এবার আমার পরিচয় টা দিয়ে ফেলি।
আমি অভ্র, বাবা-মায়ের একমাত্র সন্তান। আমার আব্বু অফিসের কাজে প্রায়ই বিদেশ থাকে। আর আমি এবার ইন্টার ফাস্ট ইয়ারে পড়ি।

রাত্তি ৯ টায় মামার বাড়িতে পৌছালাম।

বাড়িতে ঢুকতেই,

—ভাইয়া কেমন আসিছ।🥰
(আম্মু)

—এতক্ষণ ভালো ছিলাম না, তোকে দেখার পর ভালো আছি।❤️
(মামা)

—অভ্র কেমন আছো?
(মামি)

—আলহামদুলিল্লাহ ভালো, আপনি?😎
(আমি)

—ভালো,
তুমি তো আমাদের এখানে আসোই না?🥰
(মামি)

—এবার থেকে আসবো!😊
(আমি)

—আজ ৪ বছর ধরে একথা শুনে যাচ্ছি রে, ভাগনে?😄😄
(মামা আমার দিকে তাকিয়ে)

—আসলে মামা, পড়াশোনার যে চাপ।
সময় তো পাই না।😎
(আমি)

—সারাদিন মোবাইল টিপলে সময় পাবি কই?🤨
(আম্মু)

এই রে আম্মু তো আমার প্রেত্নিস পানসার করে দিলো!🙈🙈🙈

—মামি আমরা কি বাহিরে দাঁড়িয়ে থাকবো না-কি ভিতরে আসবো?😁😁
(আমি)

রাত্তে হালকা পাতলা খেয়ে ঘুমিয়ে পড়লাম,
সকালে ঘুম ভাঙতেই দেখি একটা মেয়ে আমার পাশে বসে আছে?😍😍

#চলবে..........

#গল্পঃসিনিয়র_মামাতো_বোনের_প্যারা
1.47K Views
37 Likes
1 Comments
3.8 Rating
Rate this: