সম্পর্কে ও আমার চাচাত বোন হতো, বয়সে দিক দিয়ে আমি ওর তিন চার বছরের বড়। ও যখন ক্লাস টেন এ পড়তো আমি তখন অনার্স ফাস্ট ইয়ারের ছাত্র । ও প্রতিদিনই আমার রুমে আসত, হয়ত কোন ইংরেজি বুজে না বা কোন অংক নিয়ে, আমিও ছোট বোন হিসেবে বুজিয়ে দিতাম, তবে ওরে বুজিয়ে দেওয়ার পর ও আমার রুম থেকে যেতে চাইত না,
ও বলত যে আমি তোমার রুমে আসলেই তুমি আমাকে বেড় করে দাও। তবুও আমি বলতাম তর কাজ শেষ তুই চলে যা, একদিন ও একটা বীজগণিতের অংক নিয়ে আসল, আমিও খুব সুন্দর করে ওকে বুজিয়ে দিলাম বুজানো শেষ করে বললাম তর বোঝা হয়েছে, ও বলল হ্যা হয়েছে, আচ্ছা এবার আমার রুম থেকে বের হ।
তখনি ও আমাকে বলতে লাগল আচ্ছা তুমি প্রতিদিনই এমন কর কেন, তুমি কি বুঝতে পার না আমি তোমার কাছে থাকতে চাই, তখন আমি বললাম হ্যা থেকেছিস ত অনেকক্ষন এবার যা, তখন ও বলল শুধু কিছু মুহূর্তের জন্য নয় আমি তোমার সাথে সারাজীবনের জন্য থাকতে চাই, তখন আমি বললাম থাপ্পড় খেয়েছিস,
আমি তর বড় ভাই, তখন ও বলল এ্যাহ বড় ভাই ত কি হয়েছে, মায়ের পেটের ভাই ত না, আমি বললাম তুই বেড় হবি ঘর থেকে, নাকি লাথি দিয়ে বেড় করবো, তখন ও বলল তুমি লাথি দাও বা ঘুষি, তাও আমি তোমার সাথে থাকতে চাই, তখন আমি বললাম দেখ আমি কিন্তু তর মা বাবাকে বলে দিব, তখন ও বললো বলে দাও,
তাহলে তোমাকে আর আমাকে বিয়ে দিয়ে দিবে, তখন আমি ওরে বললাম শখ কত তর মত বান্দরকে আমি বিয়ে করব, অসম্ভব! তখন ও বলল এই বান্দর যতদিন না তোমার ঘারে একেবারে না উঠতে পারছে ততদিন তোমাকে ছারবে না, এই বলে ও চলে গেল,
আসলে আমিও ওকে আরো অনেক আগে থেকেই ভালোবাসি, তবে বলি না কারণ একে ত ও আমার ছোট বোন তার উপরে ওর বাবার বিশাল টাকাপয়সা, আর আমি গরিব ঘরের সন্তান , ওর বাবা কোনদিনও আমাদের সম্পর্ক মানবে না, আর তাই ওর কাছ থেকে প্রোপোজ পেয়েও না করে দিছি, যে সম্পর্ক সারাজীবন স্থায়ী হবে না, সে সম্পর্কে জরিয়ে কোন লাভ নেই,
পরদিন ও আবার আসলো ও এসে বলল এইযে বান্দরের জামাই আমাকে ফিউচার টেন্স পুরোপুরি বুজিয়ে দাও, আমিও ওকে বললাম তকে বুজিয়ে দিব তুই আগে বল ফিউচার অর্থ কী, তখন ও বলল ফিউচার অর্থ জানি না তবে তুমি আমার ফিউচার এবার বুজে
নাও, আমি বললাম এই তুই চলে যা তকে আমি আর বুজিয়ে দেব না, তখন ও বলল আচ্ছা সরি এবার বুজিয়ে দাও, আমি বললাম না তকে বুজিয়ে দেব না, এটা বলতেই ও মন খারাপ করে চলে যাচ্ছিল, তাই আমি ডাক দিয়ে বুজিয়ে দিলাম,
দিন দিন ওর পাগলামিও বাড়তেছিল, আমিও আর ওকে ফিরিয়ে দিতে পারতেছিলাম না, কি এক আজব পরিক্ষা আমি নিজেই ওকে ভালোবাসি, অথচ আমারই ভালোবাসার মানুষ আমাকে চাইতেছে আর আমাকে ফিরিয়ে দিতে হচ্ছে ……
চলবে……
চাচাতো বোন যখন বউ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
2.77K
Views
27
Likes
2
Comments
4.4
Rating