সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ৬)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নীলা কান্না করলে আমার কি, ওর থেকেও আমি বেশি কান্না করেছি। আমার ফোনের জন্য!😭😭😭
তারপর নিচে চলে আসলাম!😪

—আম্মু,
ও আম্মু।😘
(আমি)

—এভাবে ষাড়ের মতো চিল্লাতেছিস কেন?😡😡
(আম্মু রেগে আমার কাছে এসে)

—এখানে ষাড় আসলো কই থেকে?🤔
(আমি)

—কি বলবি তাড়াতাড়ি বল, আমার মেলা কাজ পড়ে আছে?
(আম্মু)

—আমি একটু বাহির থেকে ঘুরে আসি?😊
(আমি)

—এটা আবার বলা লাগেনি?🥰
(আম্মু)

—আচ্ছা আম্মু আমি যাই।😊
(আমি)

তারপর আমি মীমের বাসার সামনে এসে কলিং বেল বাজাতেই একজন মাঝ বয়সি মহিলা এসে দরজাটা খুলে দিলো।😪

—তুমি কে বাবা?🥰
(মহিলাটি)

—আমি অভ্র,
আন্টি মীম কি ভিতরে আছে?😊
(আমি)

—ওহ, তুমিই অভ্র।😊
(আন্টি)

—আপনি আমাকে চেনেন?
(আমি অবাক হয়ে)

—মীমের কাছ থেকে শুনেছি,
আরেহ বাহিরে দাঁড়িয়ে কেন, ভিতরে আসো।
(আন্টি)

আমি ভিতরে এসে সোফায় বসে আন্টির সাথে কথা বলছি।

—আম্মু কে আসছে?
(মীম অন্যরুম থেকে)

—নিজে এসে দেখে যা!😊
(আন্টি হালকা হেসে)

মীম এভাবে এসে দেখলো, আমি আর আন্টি বসে আছি। তখন মীম,

—অভ্র তুমি,
কখন আসলে?😇
(মীম খুশি হয়ে)

—এইতো এখন।
(আমি)

—মীম তুই বসে ওর সাথে গল্প কর,
আমি ওর জন্য নাস্তা বানিয়ে আনি।
(আন্টি)

—তারপর আন্টি কিচেনে চলে গেল। আর মীম আমার পাশে এসে বসলো।😍😍

—মীম চুপ হয়ে কেন?
(আমি)

আসলে মীম আমার সাথে কথা বলতেছে না।🤔

—তোমার ফোন বন্ধ কেন?😡😡
(মীম রেগে)

এতক্ষণে বুঝলাম ও কেন রেগে আছে?

—ফোন নেই।🙁
(আমি মন খারাপ করে)

—মানে?
(মীম)

—ভেঙে গেছে।
(আমি)

—কিভাবে?
(মীম)

—হাত থেকে পড়ে!😒
(আমি ওকে সত্যিটা বলিনি। সত্যিটা বললে ওর মন খারাপ হয়ে যেত)

তারপর আন্টি এসে নাস্তা দিয়ে গেল, আমি আর মীম নাস্তা খেয়ে বাহিরে ঘুরতে চলে গেলাম।😘

আর ওদিকে সবাই সোফাই বসে কথা বলতেছে,

—নীলার কি হয়েছে?🤔
(মামা)

—আমি কিভাবে জানি।
(মামি)

—আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না।🤔
(আম্মু)

—মানে?
(মামা)

—অভ্র, ওর ও কিন্তু মন খারাপ।
(আম্মু)

—আচ্ছা ওদের দুজনের মধ্যে কোনো ঝামেলা হয়নি তো।🤔
(মামি)

—হতেও পারে।
(মামা)

তারপর আম্মু নীলার রুমে গিয়ে নীলার পাশে বসলো,

—নীলা মা,🥰
(আম্মু)

—জ্বি ফুফু।
(নীলা)

—তোর কি হয়েছে সত্যি করে বলতো?🥰
(আম্মি নীলার মাথায় হাত বুলিয়ে)

নীলা আম্মুকে জড়িয়ে ধরে কেঁদে দিলো।

—কিরে কাঁদছিস কেন,
আমাকে বলবি না?😊
(আম্মু)

তারপর নীলা আম্মুকে সবটা বললো!😪

—ওহ, তাহলে এব্যাপার।
দূর পাগলি, এজন্য কেউ কি মন খারাপ করে থাকে?
(আম্মু)

—ওতো আমার সাথে কথা বলে না।😭😭
(নীলা কান্না করতে করতে)

—কিছুদিন যাক দেখবি সব ঠিক হয়ে যাবে।
(আম্মু)

তারপর আম্মু নিচে গেল।
আর এদিকে আমি বাসায় ফিরে গোসল করে নিলাম।
দুপুরে সবাই মিলে খাবার খেয়ে নিলাম।

বিকেলে রুমে বসে আছি, হঠাৎ পিছন থেকে?

—অভ্র,
(নীলা)

আমি পিছন ফিরে দেখি নীলা আমার রুমে।
ওকে দেখে তো আমার মেজাজ.....।😡😡😡

—তুমি আমার রুমে কেন?😡😡
(আমি রেগে)

—তোর সাথে আমার কিছু কথা আছে?
(নীলা)

—তোমার সাথে আমার কথা নাই।
(আমি অন্যদিকে ফিরে)

হঠাৎ নীলা আমাকে একটা প্যাকেট দিলো,

—খুলে দেখ,😊
(নীলা মুসকি হেসে)

আমি প্যাকেট টা খুলে দেখি নতুন ফোন,😍😍
ফোনটার দাম কম হলেও ৫০ ছুই ছুই হবে।😘

—এটা আমার জন্য।😍
(আমি খুশি হয়ে)

—হুম।
(নীলা)

আমি ফোনটা রেখে নীলাকে জড়িয়ে ধরলাম।😌
হঠাৎ মনে হলো, কিরে আমি ওকে জড়িয়ে ধরলাম কেন?🙈🙈
আমি নীলাকে ছেড়ে দিয়ে!

—সরি, আসলে।
(আমি মাথা নিচু করে)

—হুম।
(নীলা)

তারপর নীলা চলে যেতে লাগলো, আর আমি ফোনটার সেটিংস দেখতে লাগলাম।😍😍
নীলা দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে, ও মনে মনে বলছে, মোবাইলকে কত্তো ভালোবাসো ওর মতো আমাকে এত্ত ভালোবাসলে কি এমন হতো?😒

#চলবে...........
616 Views
21 Likes
0 Comments
4.2 Rating
Rate this: