সিনিয়র মামাতো বোনের প্যারা (পর্ব ২)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
#পর্বঃ২

—আপনি এই রুমে কেন?🤔
(আমি মেয়েটিকে উদ্দেশ্য করে)

আসলে আমি ঘুমাচ্ছিলাম,
আর যখন ঘুম ভেঙে যায় তখন দেখি মেয়েটি আমার পাশে বসে আছে।😪

—ভাল লাগছে তাই!🤨
(মেয়েটি)

—ফাইজলামি করেন?😡😡
(আমি)

—হিহিহি,😁😁
(মেয়েটি)

হঠাৎ আম্মু আমার রুমে এসে,

—অভ্র তাড়াতাড়ি নিচে আয়।
আর নীলা তুইও আয়।😊
(আম্মু)

—জ্বি ফুফু।😇
(মেয়েটি মানে নীলা)

—আম্মু ওনি কে?🤔
(আমি)

—তোর মামাতো বোন!🥰
(আম্মু এবলেই নিচে চলে গেল, সাথে নীলাও)

আসলে আমি মামার বাসায় আজ ৪,৫ বছর যাবত আসি না, আর খুব ছোট থাকতেই নীলার সাথে দেখা হইয়ে তাই ওকে চিনিতে পারিনি।😇

তারপর আমি ফ্রেস হয়ে নিচে আসলাম।

—নীলা মা,
অভ্রকে নাস্তা দে তো?😊
(মামি)

—জ্বি আম্মু!😇
(নীলা)

তারপর নাস্তা সেরে উপরে চলে আসলাম, কাজ করতে। আই মিন ফ্রী-ফায়ার খেলতে!😁😁

—আসবো?
(নীলা)

আমি নীলার দিকে একবারে চেয়ে,

—আরে বাহিরে দাঁড়িয়ে কেন, আসুন?😘
(আমি)

—কি করিস?
(নীলা)

—পাবজি খেলি?😉
(আমি)

—ওহহ,😇
(নীলা)

—হু।
(আমি)

তারপর নীলা এসে আমার পাশে বসলো,
ওহ, হ্যাঁ আপনাদের তো বলার হয়নি।
ও হচ্ছে নীলা। এবার ইন্টার ফাইনাল ইয়ারে। আর সম্পর্কে আমার সিনিয়র মামাতো বোন।😁😁

—খেলা শেষ হতে আর কতক্ষণ লাগবে?🙁
(নীলা)

—এইতো শেষ! কিন্তু কেন?
(আমি)

—তোর সাথে আড্ডা দিবো তাই!😌
(নীলা)

তারপর ফ্রী-ফায়ার খেলা শেষ করে, নীলার দিকে তাকিয়ে বললাম।

—আপু তুমি কিন্তু সো কিউট?😍😍
(আমি)

—তুই কি বললি?😬😬
(নীলা রেগে)

—আসলে, আপু হয়েছে কি!😎
(আমি)

—তোর আপুর গুষ্টিকিলায়, আমি তোর কোন জন্মের আপু রে!😬😬
(নীলা রেগেমেগে)

—আপনি তো আমার মামাতো বোন!😒
(আমি)

—আপন বোন না তো?😬😬😬
(নীলা আমার সার্টের কলার ধরে)

—নাহ্।🙁🙁
(আমি)

—তাহলে আমাকে কি বলে ডাকবি?😊
(নীলা)

—নীলা আপু!😉
(আমি)

—কিইইইই?
(নীলা)

নীলার কথা শুনে আমার প্রচুর হাসি পাচ্ছে,😁😁 কিন্তু হাসলে আমার অবস্থা নাজেহাল হয়ে যাবে।😎

—নীলা!😁😁
(আমি খুব কষ্টে হাসি চেপে)

—হুম।😊
(নীলা এবলেই একটা মিষ্টি হাসি দিলো)

তারপর আমার সার্টের কলার টা ছেড়ে দিলো!🙈🙈

—আপু তোমাকে রাগলে না, একটু বাচ্চাদের মতো লাগে।😁😁😁
(আমি দরজার কাছে গিয়ে হাসতে হাসতে)

—কি বললি?😬😬😬
(নীলা)

—আপু, নীলা আপু।🤪
(আমি নরম সুরে)

—তবে রে?
(নীলা)

নীলা আমার দিকে এগিয়ে আসতেই আমি পালিয়ে গেলাম।🙈🙈

দুপুরে খাবার খাওয়ার সময় মামি বলল,

—অভ্র, তোমার কোনো কিছুর প্রয়োজন হলে নীলাকে বা আমাকে বলবে?🥰
(মামি)

—জ্বি!
(আমি)

তারপর বিকেলে আমরা সবাই মিলে গল্প করছিলাম তখন নীলা উপর থেকে এসে,😪

—আম্মু আমি রিদির বাসায় যাচ্ছি?😒
(নীলা একটু জোড়েই বলল)

—তাড়াতাড়ি চলে আসিছ?
(মামি)

—আম্মু বলছিলাম যে,
অভ্রকে আমার সাথে নিয়ে গেলে।😌
(নীলা)

—এতে বলার কি আছে,
আর এমনিতেও ছেলেটা বাহির থেকে ঘুরে আসেনি।
অভ্র তোমার কোনো অসুবিধা আছে না-কি?🥰
(মামা)

—নাহ্।
(আমি)

তারপর আমি আর নীলা একটা রিক্সা করে যাচ্ছি ওনার বান্ধবীর বাসায়।😪

বাসায় পৌঁছতেই ভাড়া মিটিয়ে ভিতরে আসলাম, অবশ্য ভাড়াটা নীলা ই দিছে।
বাড়িটার ভিতরে ঢুকতেই একটা মেয়ে এসে নীলাকে জড়িয়ে ধরলো, মনে হয় এটাই রিদি।🤨
মেয়েটা দেখতে কিন্তু সেই লেভেলের সুন্দরী।😍😍

—কিরে কেমন আসিছ?
(রিদি)

—ভালো, তুই কেমন আসিছ?
(নীলা)

—ভালোই,
তোর পাশের এটা কে?😘
(রিদি আমার দিকে তাকিয়ে)

আমি কিছু বলতে যাবো তার আগেই নীলা,

—আমার কাজিন হয়।😊
(নীলা আমার দিকে চেয়ে)

—কই আগে তো কখনো দেখিনি।😇
(রিদি)

—আমার ফুফাতো ভাই।😒
(নীলা মনমরা হয়ে)

—হাই আমি রিদি।😌
(রিদি আমার দিকে হাত বাড়িয়ে)

—আমি অভ্র।😍😍
(আমি রিদির সাথে হ্যান্ডশেক করে)

নীলার দিকে চেয়ে দেখি, ও যেন আমাকে আস্ত খেয়ে ফেলবো।😪

—তোরা বস আমি তোদের জন্য নাস্তা নিয়ে আসি।😊
(রিদি)

রিদি যেতেই, নীলা আমার দিকে রাগি চোখে তাকিয়ে।

—বাসায় যায়, তারপর তোকে?😬😬
(নীলা)

আমি জানি বাড়িতে গেলে আজ আর আমার রক্ষে নেই।😁😁
তবে যায় হোক, বোম তো বাসায় গেলে পাটবেই, তার আগে আরেকটু জ্বালিয়ে নেই।😁😁😁

একটুপর রিদি এসে নাস্তা দিয়ে গেল,

—আপনিও বসুন না আমাদের সাথে?😎
(আমি)

—তুমি করে বললে খুশি হবো!😌
(রিদি)

—শুধু তুমি, না-কি আরো অন্যকিছু?😍😍
(আমি)

রিদি লজ্জায় লাল হয়ে গেছে, নীলার দিকে তাকাতেই দেখি ওর চোখ দিয়ে যেন আগুন পড়বে?😒

তারপর বাসায় চলে আসলাম, তবে আসার সময় নীলা আমার সাথে একটা কথাও বলেনি।😌
সকলের সাথে কথা বলে মনের সুখে রুমে বসে ফ্রী-ফায়ার খেলতেছি!😉
তখনি নীলা আমার রুমে এসে দরজাটা আটকে দিয়ে আমার দিকে এগতে লাগলো!😪

#চলবে.................

গল্পটা কেমন হয়েছে জানাবেন কিন্তু?😉#গল্পঃসিনিয়র_মামাতো_বোনের_প্যারা
1K Views
18 Likes
0 Comments
4.3 Rating
Rate this: