আমি -- আম্মুউউ,,, আম্মুউউউ।
আম্মু -- কিরে ষারের মতো চিল্লাচিল্লি করছিস কেন।
আমি-- এখন কয়টা বাজে।
আম্মু -- কেন দেখতে পাচ্ছিস না সারে 10টা বাজে।
আমি-- আমাকে আরো আগে ডাকোনি কেন।
আম্মু -- তো নবাব জাদা আপনারে সেই সকাল 7টা থেকে ডাকতেছি আপনি কি উঠছেন।
আমি -- বেশি কথা না বলে তারাতাড়ি নাস্তা রেডি কর।
আম্মু নাস্তা বানাতে গেল আর আমি ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হতে হতে আপনাদের পরিচয় দিয়ে নেই
(আমি নিরব মা, চাচা চাচির একমাত্র সন্তান। কারন। আমি, মা, চাচা,চাচি, একসাথে থাকি, আর আমার চাচার কোনো সন্তান নেই, আর আমার বাবা দুই বছর আগে এক্সিডেন্ট এ মারা গেছে এখন আমাদের সব ব্যাবসা আমার চাচা দেখা শোনা করে)
আমি তারাতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা না করেই বেরিয়ে যাইতেছি তখম মা ডেকে বলল
আম্মু -- কিরে নাস্তা করবিনা।
আমি-- এখন নাস্তা করতে বসলে আমার দুইটা ক্লাস মিস হয়ে যাবে।
আম্মু -- তাই বলে খালি পেটে যাবি।
আমি-- বাহিরে থেকে খেয়ে নিবনে।
এই বলে বেরিয়ে আসলাম বাসার বাহিরে এসে একটা রিকশা নিয়ে কলেজে গেলাম।
কলেযে গিয়ে সোজা প্রিন্সিপাল এর রুমে প্রবেশ করলাম।
আমি -- মি আই কামিন স্যার।
স্যার -- ইয়েস কামিং।
আমি -- স্যার,, আমাকে রাকিব সাহেব পাঠিয়েছেন।
স্যার -- ওও তুমিই তাহলে নিরব।
আমি-- জি স্যার আমিই নিরব।
স্যার -- রাকিব সাহেব আমাকে সব বলেছেন। আপনি এখানে গুরুত্বপূর্ণ মিশনে এসেছেন।
আমি-- জি স্যার।
স্যার -- তো চল ক্লাসে দেয়ে আসি।
স্যার আমাকে সাথে নিয়ে ক্লাস রুমে নিয়ে গেলেন।
ক্লাসে গিয়ে স্যার বললেন।
স্যার -- কেমন আছো সবাই।
সবাই -- আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন স্যার।
স্যার -- আমিও ভালো আছি। শোনো।
এ হচ্ছে নিরব এই কলেজে নতুন।
ভর্তি হয়েছে।
আমাকে এই ভাবে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন।
এবং আমি গিয়ে একটা ব্রেন্সে বসলাম আমার সাথে একটা ছেলে ছিল।
ছেলেটা বলল,,,,,,,
ছেলেটা -- হাই আমি নাইম, তুমার নাম কি।
আমি-- হেলো আমি নিরব।
নাইম -- তো ফ্রেন্ড।
আমি-- হুম হতে পারি কিন্তু তুই করে বলতে হবে।
নাইম - ওকে।
একে একে সব ক্লাস শেষ হয়ে গেল রুমে বসে না থেকে আমি আর নাইম কলেজ মাঠের গাছ তলায় গিয়ে বসলাম আমরা দুজন গল্প করতে লাগলাম।
এমন সময় আরো একটা ছেলে আসলো এসে বললো,,,,,,
মিজান-- হাই আমি মিজান।
নাইম -- হেলো আমি নাইম আর ও নিরব।
মিজান-- তো আমরা কি বন্ধু পারি।
আমি-- হুম,,।
আমরা তিন জন মিলে গল্প করতে লাগলাম গল্প করতে করতে কলেজ ছুটি হয়ে গেল।
আমি ওদের সবাইকে বিদায় দিয়ে যেই গেট দিয়ে বের হতে ঠিক তখনি
কার সাথে যেন ধাক্কা লাগলো।
আমি চেয়ে দেখি,,,,,,,,,,,,,,,,,,,,,
To be continue
(পরের part এর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ
--
ক্ষেত ছেলেটি যখন সেনাবাহিনীর অফিসার
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
591
Views
19
Likes
2
Comments
4.4
Rating