কবিতার নাম: পাপ
রাম করলো রাবণ নাশ, কানাই করলো কংশ
তেমনি কোনোদিন পাপ হয়নি বিজয়ী, হয়েছে নির্বংশ!
হয়েছে মৃত্যু, পেয়েছে লোপ
পাপের ঘরা পূর্ণ হলেই
"মন জপে মরণ শোক!"
অস্ত্র, তরোয়াল, আঘাত বিদ্যা
সব দিয়েছে পাপিষ্ঠের শিক্ষা!
সময় একবার খারাপ এলে
"বন্ধু নহে "শত্রু" "স্নিগ্ধ" এ সংখনা!"
পাপিষ্ঠ তুমি হও হুশিয়ার,,
কারণ- পাপ নিজের বাপকেও ছাড়ে না!
কেন লোভ, কেন মৃত্যুপাত
এইকি যুগের সন্ধিপ্রভাত!..
কিজন্য লড়ো রক্ত ক্ষয়ে,,
শেষে খুন তুমি নিজময়ে!
কে বা কার অথবা কোন সময়ের ইঙ্গিত দিতে চেয়েছি কবিতা টায়! সকলে রিভিউ দিয়ে জানাবেন! পারলে একটা লাইক দিয়ে যাবেন।
দেখি কে বলতে পারে এটা কি কোন মানুষের জীবন নিয়ে লেখা/নাকি কোন এক সময়ের কাহিনী নিয়ে লেখা!
ছোট্ট লেখকের কবিতার ঝুলি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
79
Views
15
Likes
2
Comments
5.0
Rating