কবিতার নাম: খোলা আকাশের নিচে
খোলা আকাশের নিচে আজ আমি মুক্ত
কি সুন্দর অপরুপা দৃশ্য মন করে মুগ্ধ!
কতদিন ছিলেম বন্দী নিজের ঘর জুড়ে,,
আজ নিজেকে স্বাধীন লাগছে এসে বহু দূরে!
"শীতের হালকা রোদ্দুর গা ছুয়ে যায়"
শত ক্লান্তি দূর হচ্ছে দখিনা হাওয়ায়!
আজ বুঝলাম খোলা আকাশের মায়া,,
কত সুন্দরে মাখিয়ে রেখেছে পৃথিবীর কায়া!
আর আমি ঘরের এক কোণে পড়ে থাকবো না একলা,,
"মন খারাপ হলেই ছুটে আসবো"
খোলা আকাশের নিচে বেলা অবেলা!
আমাকে খুশি করার জন্য ধন্যবাদ খোলা আকাশ,,
কিছু প্রাপ্য তোমারও ধন্যবাদ দখিনা বাতাস!
*
কবিতাটা লিখেছিলাম জানুয়ারি মাসে। শীতকালে একখানে ঘুরতে গিয়ে প্রকৃতির সৌন্দর্যটা নিজের মতো করে লিখার চেষ্টা করেছি। কেমন হয়েছে জানিনা! তার বিচার তো আপনারাই করবেন! যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, রিভিউ, রেটিং দিয়ে যাবেন আর লাইক দিয়ে যাবেন প্লিজ।
আর যারা এখনো আমায় অনুসরণ করেন নি তারা আর লেট করবেন না! দ্রুত অনুসরণ করে ফেলুন।
ছোট্ট লেখকের কবিতার ঝুলি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
74
Views
20
Likes
4
Comments
5.0
Rating