দূরের রোদ্দুর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
দখিনা বায়ু ছাদের মাঝে খাট বরাবর ঝরছে ছাই ছাই করে পাখা রজনীগন্ধা গাছের পাতাগুলো যেন জমে গেছে শীতে, এদিকে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন আমাদের নীলিমা । তারিখ তারিখটা ডিসেম্বরে ২৩ ,সালটা ২০১৯ ।

মা ডাকছেন, "নীলিমা মা উঠে পড় ঘুম থেকে ওঠ.....।"এ দিকে আমাদের গল্পের নায়িকা দেখছে স্বপ্ন। অথচ কাকলি কাকীর ছোট ছেলে নিহাল পর্যন্ত উঠে গিয়েছে নীলুর মায়ের ডাকে । কি মনে হয় নীলুর ঘুম ভাঙবে। দেখা যাক,

নীলুর চাচাতো বোন শ্রেয়া নিলুর সাথেই থাকে পড়াশোনার জন্য দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক যেন আপন বোন যদিও রক্তের সম্পর্ক আছে। শ্রেয়া সেজেগুজে পুরোপুরি রেডি। বাস তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ও আচ্ছা তোমাদের তো বলাই হয়নি শ্রেয়া নিল আজ সাজেক যাবে সাথে যাবে নিহাল । বাসের মধ্যে থেকে অনিশা রিমি মেহজাবিন রাতুল সবাই মিলে হইচই করছে ।

শেষ পর্যন্ত মেহেজাবিনি সে নীলুর মুখে এক গ্লাস পানি দিলে এলো তারপর আমাদের গল্পের নায়িকা ওঠে। উঠে চটপট তাদের সাথে রওনা দিয়ে দিল । মা খেতে বলেছিল তবে তারা কেউই খায়নি বলেছি পথে খেয়ে নেব।
গাড়ি চলছে চলন্ত অবস্থাতে বাসে উঠে এলো রোদ্দুর। রোদ্দুর তাদের সাথে সাজেক যাবে কিন্তু নীলুর জন্য দেরি হয়ে গেল তার । রোদ্দুর বাসে উঠে আসা মাত্রই শুরু হয়ে গেল নীলু বনাম রৌদ্রের ঝগড়া । ওরা হচ্ছে দুইটি টিমের ক্যাপ্টেন । সবাই ভালো বন্ধু তবে শ্রেয়া ,
মনীষা, মেহজাবিন, আর নীলিমা একটা টিম অন্যদিকে রাতুল, নিহাল, আর রোদ্দুর একটা টিম। রোদ্দুর আর নীলুর মধ্যে ঝগড়া লেগেই থাকে সারাক্ষণ। তোরা সবাই স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত একসাথে পড়াশোনা করছে। তবে সব সময়ের মতো নিলু ডান দিকে গেলে রোদ্দুর বাম দিকে যাবে ।

দেখতে দেখতে ওরা অনেক দূরে পৌঁছে গেছে এখন সবাই দুপুরের খাওয়া দাওয়া করবে । একটা স্টপেজে নামলো সবাই । সবাই ভাবছে কি অর্ডার দেওয়া যায় এর মধ্যে নীলিমা শয়তানি করে রোদ্দুর যে চেয়ারটায় বসবে এখানে চুইংগাম লাগিয়ে দেয় কিন্তু রোদ্দুর সেটা আগে থেকেই বুঝে ফেলেছিল তাই ওই চেয়ারটাকে জোর করে নীলিমাকে বসিয়ে দেয়। অতঃপর

চলবে.......

Part 2 coming soon
417 Views
3 Likes
3 Comments
3.8 Rating
Rate this: