"লেখক হওয়া মানে কেবল গল্প বলা নয়, বরং নিজের ভিতরেও অসংখ্য গল্প আবিষ্কার করা।
প্রতিটি শব্দ যেন এক একটি দরজা—যা খুললেই বেরিয়ে আসে অনুভব, যন্ত্রণার ছায়া, কিংবা অজানা ভালোবাসার রূপ।
আমি যখন কাগজে লিখি, তখন সেটা শুধু কাগজ থাকে না—তা হয়ে ওঠে আমার আত্মার প্রতিচ্ছবি।"
ছোট একজন লেখক
কিন্তু বড় লেখক হতে চাই ইনশাআল্লাহ