নিঃসঙ্গী মন।

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
কোন এক শরতের বিকালে
চিরচেনা কোন মোহের ভিড়ে
এখনো হয়তো একা ভাবছো আমায় নিয়ে
ভবঘুরে হয়ে সেই নীল ক্যানভাসে।
আমার মনের মাঝে কবি হয়ে
কবিতার সব পংতি গুলো
অকারণে বড় অবাস্তিত ।
প্রিয় শুর গুলো কেমন যেন অপরিচিত
আকাশের সাথে সঙ্গী হয়ে
দেখো এটা আমি হাঁটতেছি আজ।
সঙ্গী হবে বলে খুঁজছি তোমায়
আজও আমি প্রতিনিয়ত।
661 Views
15 Likes
0 Comments
2.9 Rating
Rate this: