রোজ ডে

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রোজ ডে তে আমরা আমাদের পছন্দের মানুষকে লাল গোলাপ, সাদা গোলাপ, হলুদ গোলাপ, গোলাপি গোলাপ এবং কমলা গোলাপ সহ আরও বিভিন্ন রঙের ফুল দিয়ে থাকি।

বিভিন্ন রঙের ফুল বিভিন্ন বৈশিষ্ট্যের হতে পারে।
বাইরের দেশে বিভিন্ন রঙের ফুল বিভিন্ন জনকে দেওয়া হয়। কিন্তু আমরা বিভিন্ন রঙের ফুল সব এক করে ফেলি। কাকে, কি এবং কোন ফুল , কেন তা আমরা সঠিক জানি না?


সাদা গোলাপ

সাদা গোলাপ হচ্ছে শান্তি, একতা এবং শুদ্ধতার প্রতিক। কাউকে একতরফা ভালোবাসলে তাকে সাদা গোলাপ দিতে পারেন।

হলুদ গোলাপ

এই গোলাপ দেওয়া হয় বন্ধুত্ব প্রকাশের জন্য।
হলুদের উজ্জ্বল রং বন্ধুত্বের আনন্দ আর উচ্ছ্বাসের প্রতীক।

গোলাপি গোলাপ

গোলাপি গোলাপ আপনার নম্রতা কৃতজ্ঞতা ও আপনি কারো দ্বারা মুগ্ধ সেটা প্রকাশ করে।
কারো সাথে নতুন সম্পর্ক গড়ে তুলতে চাইলে গোলাপি গোলাপ উপহার দিন।

কমলা গোলাপ

এই গোলাপ ভালোবাসা আর বন্ধুত্ব দুটোকে একসাথে বোঝায়। আপনি যদি কারো নেশায় পড়ে যান যা থেকে আপনি উঠতে পারছেন না তাকে এই গোলাপ দিন।

লাল গোলাপ

এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় গোলাপ। প্রায় সব অনুষ্ঠানে এই গোলাপ উপহার হিসেবে দেওয়া হয়। আপনি যাকে মন থেকে ভালোবাসেন তাকে লাল গোলাপ দিবেন। যে মানুষটি প্রেমিক প্রেমিকা হতে পারে, বাবা-মা ও হতে পারে। যেকোনো ধরনের ভালোবাসা প্রকাশ করতে লাল গোলাপের বিকল্প নেই। সম্পর্ক আর ভালোবাসা এই বন্ধন টি কখনো ভেঙে যাবে না এটাই লাল গোলাপের অর্থ।
291 Views
12 Likes
0 Comments
4.6 Rating
Rate this: