সাফল্যের চিন্তাধারা

স্নেহা
স্নেহা
লেখিকা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
• আপনি সবার সঙ্গে ঠিক সেই রকম ব্যবহারই করুন যেমনটা আপনি অন্যদের কাছ থেকে প্রত্যাশা করেন।

• আমরা সবাই সুখী হতে চাই। যে সব জিনিস আমাদেরকে সুখী করে আমরা সবাই তাও জানি, কিন্তু আমরা সেসব কাজ করি না। কেননা আমরা সবাই ব্যস্ততার দোহাই দিয়ে চলি।

• আপনি চাইলেও সবার থেকে এগিয়ে যেতে পারবেন না কিংবা সবার থেকে পিছিয়ে থাকতে পারবেন না। আপনি আসলে এগিয়েও নেই পিছিয়েও নেই, আপনার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত জায়গাতেই আছেন!

• আপনি কারো কাছ থেকে কিছু পাওয়ার আশায় বসে থাকলেও বাস্তবতা হচ্ছে আপনাকে কিছু দেওয়ার অপেক্ষায় কেউ বসে নেই।

• এখন আপনি যে রকম আছেন সেটা আপনার নেওয়া অতীতের সিদ্ধান্তের ফসল। আজ থেকে এক বছর পর আপনি সেটাই হবে যে সিদ্ধান্ত আপনি বর্তমানে গ্রহণ করছেন।

• মানুষ আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে কিন্তু আপনার চিন্তা, বিশ্বাস,প্রতিক্রিয়া,পরিস্থিতি,উপলব্ধি কেড়ে নিতে পারবে না অর্থাৎ আপনি কখনোই পুরোপুরি অসহায় হবেন না।

• কোনো ঘটনায় আপনি যদি রেগে যান, তবে সেখানে মূল সমস্যা একটি। রেগে গিয়ে আপনি সমস্যা তৈরি করলেন আরও একটি। রাগটা আপনার তৈরি। ঘটনার নিয়ন্ত্রণ আপনার কাছে নেই, তবে রাগ করবেন কি করবেন না তা কিন্তু আপনার নিয়ন্ত্রণে।

• সবার কথা কান পর্যন্ত পৌঁছাতে পারে এটা ফিজিক্যাল ব্যাপার, কিন্তু কথাটা মন পর্যন্ত পৌঁছাবে কিনা সেটা একান্তই আপনার সিদ্ধান্তের ব্যাপার!

• দুইটি বিষয় চিনিয়ে দেবে মানুষ হিসেবে আপনি কেমন- ১. যখন আপনার কিছুই থাকে না, তখন আপনার ধৈর্য এবং ২. যখন আপনার সব থাকে, তখন আপনার আচরণ।

• কারো সামান্য একটা ভুলও ক্ষমা করতে পারেন না, অথচ সেই আপনি প্রার্থনায় বসে নিজের করা সব ভুলের জন্য স্রষ্টার কাছে ক্ষমা চান!
668 Views
30 Likes
5 Comments
4.2 Rating
Rate this: