রহস্যময় ভালোবাসা (Mysterious Love ) Episode 4

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
খোঁজ নিয়ে দেখতে হবে।
পরের দিন সকালে নাস্তা খেতে গিয়ে দেখলাম তুলি বসে আসে।তুলি আমাকে ইশারায় সরি বলার চেষ্টা করল।কিন্তু আমি রাগ দেখানোর ভান ধরে থাকলাম।এমন সময় একটা আন নন নাম্বার থেকে কল আসলো। আমি বাহিরে চলে গেলাম।
-হ্যালো...
-কেমম আছেন?
-কে আপনি?
-আমাকে আপনি চিনবেন না।এত্তো কি অপরাধ ছিলো যে একটা কল দিয়ে খোজ নেন নি?
-আপনি কে আর আমি আপনার খোজ কেন নিব?
এমন সময় তিন্নির ডাকলো,,,
-কই হারায়া গেলেন নাকি??
আমি আর কোনো কথা না বারিয়ে কল কেটে চলে গেলাম। কিন্তু মনের মধ্যে সন্দেহ থাকলো। কার কল হতে পারে?আমি নাস্তা করছিলাম আর ভাবসিলাম।এমন সময় মিশকাতের কথা মনে পড়ে।"এটা মিশকাত ছিলো নাতো?" প্রশ্নের উত্তর খুজতে লাগলাম। কিন্তু আর কল আসলো না।খাওয়া শেষ হলো আবার কল আসলো। ফোন বের করে দেখলাম অফিস থেকে কল দিলো।
-আসসালামু আলাইকুম স্যার...
-ওয়ালাইকুম আসসালাম।কই তুমি ফরহাদ?
-স্যার আমি তো আমার শশুর বাড়িতে বেরাতে আসছিলাম।
-কালকে অফিসে আইসো।তুমিতো জানোই তোমাকে ছাড়া আমার অফিস চলে না।আর কালকে নতুন একজন আসবে তোমার দরকার পড়বে।
-ওকে স্যার। আমি কালকে এসে পড়ব।
এমন সময় কল কেটে গেলো। আমি তিন্নিকে বললাম,,,

-কালকে যেতে হবে অফিসে কল আসছে।
-মাত্র একদিন হলো আসলাম এখনি চলে যাবেন।
-তাহলে তুমি থাকো। কিন্তু আমার যাওয়া লাগবে।
-আপনি স্যারকে বলে ছুটি বারান।
-এটা সম্ভব না।তুমি বেরাও আমি তোমাকে পরে এসে নিয়ে যাবো।
সারাদিন তুলির সাথে ফাজলামি মজা করলাম।বিকালে বিভিন্ন জায়গায় বেরালাম।এমন সময় তুলি বলে,,,,
-আচ্ছা দুলাভাই।তুমি আপুকে কতটা ভালোবাস?
-হঠাৎ এই প্রশ্ন কেন?
-বলেন না।।।।।
-অনেক কেন?
-না এমনি।
এরপর আমরা ঘুরাঘুরি করলাম সন্ধ্যায় বাসায় ফিরলাম।বাসায় জাওয়ার সময় আমার আর তুলি দুজনের সাথেই কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। মনে হতে লাগলো কেউ আমাদের পিছু করছে।আবার মনে হচ্ছে কেউ ডাক দিচ্ছে আমাকে।কিন্তু আমি কাওকেই পেলাম না।নিজের মধ্যে কেমন যেনো এক অস্বস্তিকর লাগছিল। আমি তারাহুরো করে তুলিকে নিয়ে বাসায় প্রবেশ করলাম।তুলিকে বাসায় ঢুকেই জিজ্ঞেস করলাম,,,,
-আচ্ছা তুলি,,,তুমি কি কোনোকিছু আছ করতে পেরেছ। তোমারও কি মনে হচ্ছিলো যে কেউ তোমাকে ডাকছে।
-না কিন্তু এমন মনে হয়েছিল যে কেউ আমাদের পিছু নিচ্ছিল। তাছাড়া এই জায়গাটা এমনেও ভালো না। এখানে কয়েকদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছিলো।
-কেমন দুর্ঘটনা?? শুনি,,,,
-আজ থেকে ১০-১৫ দিন আগে কে যেনো একটা মেয়েকে রেপ করে তারপর মেরে ফেলেছিলো। আর আমরা যে জংগলের সামনে দিয়ে এসেছি সেখানে ফেলে দিয়েছিল। আর এর পরের দিনি আরেকটা নিউজ আসে যে একটা ছেলের লাশ পাওয়া গিয়েছে একি জায়গায়। আর অই ছেলেকে এমন ভাবে মারা হয়েছিলো যে কেউ মনে করবে কোনো পশু হত্যা করেছে।
-কি বল?? আগে জানাও নি কেন আমাকে???
-এত্তোদিন এসব ঘটনা ঘটে নি।আজকে হঠাৎ কেন ঘটল বুঝলাম না।
-হুম বুঝলাম।
যাই হক আর কথা বারালাম না।আমি রাত্রের বাসের জন্য বের হব বাসা থেকে এমন সময় হঠাৎ তিন্নি এসে আমাকে জড়িয়ে ধরল।আমাকে বলে উঠল,,,
-আজকে না গেলে হয়না আমার কেমন যেন ভয় ভয় লাগছে।
-আরে পাগলি ভয়ের কি আছে আমি কি ছোট বাচ্চা?
-জানিনা আজকে জায়েন না প্লিজ আমার অনেক ভয় লাগছে।
-আরে আমার কিছু হবে না। আর যদি আমাকে কেউ ধরেও, তাহলে আমি তোমার নাম বলে দেবো, তাহলে সবাই দূরে সরে যাবে।
এটা বলার সাথে সাথে তিন্নি একটা মুচকি হাসি দিলো। আমিও আর দেরী করলাম না সবার থেকে বিদায় নিয়ে রওনা দিলাম।

যখনই জঙ্গলের সামনে থেকে যাচ্ছিলাম তখনই আবার মনে হলো কে যেন আমার পিছু নিচ্ছে এবং আমার খুব ভয় ভয় লাগছিলো। এমন সময় কার যেন কান্নার আওয়াজ শুনতে পাই। সে কান্না করছে আর বলছে আমাকে বাচাও বাচাও না হলে রাক্ষসরা আমাকে মেরে ফেলবে। আমি আশেপাশে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তাহলে কান্নার আওয়াজ টা কার ছিল। আমি বুকে সাহস নিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। কিছুদূর যেতে একটি ভয়ানক দৃশ্য আমার সামনে হাজির হল। আমি দেখলাম কয়েকটি ছেলে একটা মাইক্রো থেকে নামলো একটা মেয়েকে নিয়ে।মেয়ের জামা কাপড় সব ছিরা ছিলো। মেয়ের অবস্থা করুন ছিলো। তারা সবাই মেয়েটাকে রেপ করছিলো। আমি কিছুদুর সামনে যাওয়ার পর দেখলাম অই ছেলেগুলো কোথায় যেনো হারিয়ে গেলো। এমন সময় দেখলাম মেয়েটা আমার কাছে দৌড়িয়ে আসলো। আমি কিছু বলব তার আগেই আমি থমকে গেলাম মেয়েটাকে দেখার পর।

কারন মেয়েটা আর কেউ না বরং মিশকাত ছিলো। তার মানে কি এই জন্য আমার মন ভয় ভয় করছিলো। এমন সময় মিশকাত আমাকে বলে উঠে,,,

-ফরহাদ, আমাকে বাচাও প্লিজ।আমাকে ওরা মেরে ফেলবে।আমি তোমার কাছে ভিক্ষা চাচ্ছি আমাকে তুমি তোমার সাথে নিয়ে যাও।
-আচ্ছা বুঝলাম। কিন্তু অই ছেলেগুলা কে? আর তারা তোমার পিছনে কেন পরেছে??
-জানি না। আমি কিছু জানি না।আমাকে প্লিজ বাচাও।
এইকথা বলার সাথে সাথেই সে অজ্ঞান হয়ে পরে গেলো।
আমি তাকে কোলে তুলে আমার সাথে আমার বাসায় নিয়ে আসলাম।আমার খুব খারাপ লাগছিলো। কেনো আমি তিন্নিকে বিয়ে করলাম আর কেনই বা মিশকাতকে ছাড়লাম।হাজারো প্রশ্ন মনের মধ্যে। কিন্তু উত্তর একটারো নেই।

চলবে,,,,,,
561 Views
18 Likes
0 Comments
3.9 Rating
Rate this: