তন্ময় বলল সে ঠিক আছে কিন্তু আমাদের শুভ্রর হঠাৎ কী হল? এভাবে আহাম্মকের মতো বুকে হাত দিয়ে বসে আছিস কেন? অ্যাটাক* ফ্যাটাক হবে নাকি?
শুভ্র জোরে শ্বাস টেনে বলল নির্ঘাত অ্যাটাক হবে রে আমার ৷ উফ! হৃদপিন্ডটা যে হারে লাফাচ্ছে মনে তো হচ্ছে বেরিয়ে হাতে চলে আসবে এক্ষুনি ৷রাহুল বলল এই তোর হয়েছেটা কী বলবি একটু ৷
জানিনা রে কিন্তু হঠাৎই হৃদপিন্ডটা একটু বেশি জড়ে জড়ে লাফাচ্ছে৷ মাঝখানে আকাশ ফোরন কেটে বলল চ*র খেয়ে মনে হয় মেয়েটির প্রেমে পড়ে গেছে ৷ নীলাদ্র ব্যাঙ্গার্থক ভাবে বলল প্রেমে পড়বে তাও আবার শুভ্র এটা হতেই পারেনা ৷ চার বন্ধু মিলে হাসাহাসি শুরু করে দিল কিন্তু শুভ্রর দৃষ্টি জোড়া মেয়েটির চলে যাওয়া পথের দিকে ৷ তার চোখের সামনে ভাসছে মেয়েটির মায়াবী মুখ খানি ৷
এদিকে রাতুল চ* র খেয়ে গালে হাত দিয়ে দাড়িয়ে আছে। একটু আগে কী হল সেটাই বোধগম্য হচ্ছে না মেয়েটি ঝড়ের বেগে এসে তুফানের বেগে চলে গেল। এর মাঝেই সিফাত পাশে এসে দাঁড়়াল বলল মেয়েটি তোকে চ* র মেরে গেল আর তুই কিচ্ছু বললি না রাতুল ৷ হুয়াই ৷ ব্যাপারটা বোধগম্য হতেই রাতুল চোয়াল শক্ত করে দাড়াল৷ কিছুটা ভেবে সিফাতকে বলল মেয়েটি কে? কোথায় থাকে? সব ডিটেইল্স আমায় কালকের মধ্যে এনে দিবি ৷ সিফাত হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চলে গেল ৷
এটা তুই কী করলি আয়ু ৷ সোজা গিয়ে থা* প্পর মেরে দিলি । এখন কী হবে তুই ভাবতে পারছিস? ছেলেটা ইউনিয়নের হেড৷ তুই এরকমটা না করলেও পারতি।
তিথি তুই এত ভয় পাচ্ছিস কেন? যদি ওরা কিছু করে তাহলে সেটা আমার সাথে করবে তোর সাথে না ৷ আর আজকে যেই ডোজটা দিয়েছি মনে তো হয়না এবার আর কোনো মেয়ের সাথে এরা খারাপ ব্যবহার করবে। তাই তোকে এত ভয় পেতে হবেনা বেইবি ৷
আয়ু আমি ভয়টা আমায় নিয়ে নয় তোকে নিয়ে পাচ্ছি আমাদের ইউনিয়নের দুজন হেড আর তুই সেই দুজনকেই চ*র মেরেছিস ৷ কী হবে এবার ,আমার তো সেটা ভেবেই গলা শুকিয়ে আসছে।
হুম ঠিক বলেছিস তিথি, প্রথমজনকে চ*রটা মা*রা আমার একদম উচিত হয়নি ৷ সেটা তো একটা ভুল বোঝাবুঝি ছিল ৷ এর জন্য দায়ী শুধু তুই ৷ ঠিক ভাবে বলতে কী হয়েছিল তোর? যদি তুই ঠিক ভাবে বলতি তাহলে তো আর এরকমটা হতো না ৷ কিন্তু ওই পরের জনকে তো আরো কয়েকটা থা* প্পর মারা উচিত ছিল আমার ৷
আয়ু তুই যাকে প্রথমে চ*র মেরেছিস সে ছিল শুভ্র চৌধুরী ৷ উনি তোকে কিছু না বললেও রাতুল চক্রবর্তী তোকে ছেড়ে দেবে না ৷ সে ভীষন ভয়ঙ্কর ৷ কাউকে তোয়াক্বা করে না। তোর যদি কোনো ক্ষতি করে দেয় তখন ?
তিথি তুই কেন ভুলে যাচ্ছিস বলতো আমি আয়াদ্রিতা শর্মা ৷ ওই সব শুভ্র চৌধুরী, রাতুল চক্রবর্তীকে আমি ভয় পাই না ৷ এখন চল তো ক্লাসে যাই।
প্রথম দিন ইউনিভার্সিটিতে এসে এরকম না করলেও পারতি ৷
আর ওই অসভ্য ছেলেগুলো তোকে আবার বিরক্ত করত ৷ এটাই চাইছিলি তো তুই?
ধুর তুই ক্লাসে চল আয়ু ৷ আমার তোকে বোঝানোটাই বেকার ৷
দুজনেই তাদের ক্লাসের দিকে রওনা দিল ৷ ওদিকে শুভ্র সেই নাম না জানা মেয়েটির চিন্তায় মগ্ন ৷