ঝরে পড়ছো তুমি!!!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
একাকী রাজপথে নিঃসঙ্গ পথ চলা
নিস্তব্ধ দ্রোহের মায়াজালে
শূন্যতার প্রতিশ্রুতি তুমি।
অন্ধকার চারদিক অন্ধকার
চারুশিল্পের অদৃশ্য ছোঁয়ায়
সিক্ত হৃদয় আমার।
ধ্রুপদী নৃত্যের মায়াবী আঘাতে
ঝরে পড়ছে ছোটবেলার স্বপ্নগুলো
আর তার সাথে তুমি।
916 Views
34 Likes
1 Comments
3.8 Rating
Rate this: