মানুষের জীবন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মানুষ!
মানুষ নামটাই কেমন অদ্ভুত কেমন জানি শব্দ।
সত্যি মানুষের নাম যদি মানুষ না হয় অন্য কিছু হত কেমন হতো কি হতো সেই নাম জানতে খুব ইচ্ছে করে।
আহা! মনে পড়ে সেই আদি কালের কথা কি ছিল মানুষ কি হয়েছে আজ জমানা বদলাচ্ছে না মানুষ বদলাচ্ছে বোঝা বর দায় ।
এখন মনে হচ্ছে মানুষ শব্দটি মানুষের সাথে এখন আর যায় না ।

কারণ সকল মানুষ হয়ে উঠেছে অমানবিক বড় বড় কবিরা মানুষকে তুলনা করেছেন গাছ কিংবা সমুদ্রের সাথে আমার মনে হয় তারা আসলে কি সত্যি বিবেচনা করে গেছেন ?
আসলে তাদের ‌ বিবেচনা সঠিক তবে সেটা সেকালের জন্য এই কালে তাদের কথা বা তুলনা গ্রহণযোগ্য নয় কারণ গাছ বড় হয়ে উপকারীকে ভুলে না অপকারী কেউ বাধা দেয় না তার গাছের ফল ফুল গ্রহণ করতে সমুদ্র কখনো বাধা দেয়নি আমার বুকে তোমাদের আশা নিষেধ সময় যাচ্ছে ঠিকই সময় স্রোতে মানুষগুলো অপরূপ বদলাচ্ছে যদিও মানুষ শ্রেষ্ঠ জীব কিন্তু কাজ করছে নিকৃষ্ট আমি মনে করি একালের মানুষকে কিসের সাথে তুলনা দেয়া যায় কিসের সাথে দেবো বোনের পশুরাও তাদের ভালো করলে কিছু সময় তার প্রতিদান আক্রমণ না করে দেয় আর মানুষকে কি বলবো সময় অবাক হয় কি হচ্ছে এত তাড়াতাড়ি কিভাবে বদলে গেল আচ্ছা এসব কিছু ভুলে গেলাম কারণ মানুষকে তুলনা করার মত কোন বস্তু নেই।
এবার আসি মানুষের বিকাশ নিয়ে আমি রবীন্দ্রনাথের মতো গাছের সাথে না হয় তুলনা করি কেমন হয় আমার তুলনা
গাছ যেরকম ছোট থেকে বড় হয় মানুষও সেরকম ভিন্ন শুধু মানুষ মানুষের থেকে গাছ বীজ থেকে গাছ বড় হচ্ছে যৌবন আসছে ফুল দিচ্ছে ফল দিচ্ছে মানুষ যৌবন যাচ্ছে বিয়ে ছেলে মেয়ে জন্ম এক রকম গাছ বৃদ্ধ হচ্ছে দুর্বল হয়ে মৃত্যুর দিকে ঢলে পড়ছে মানুষও বৃদ্ধ হয় মৃত্যুর দিকে ঢলে পড়ছে আসলে গাছের সাথে মানুষের তুলনা করা যায় মোটামুটি তবে মানুষ শ্রেষ্ঠ জীব সেটা অবশ্যই মনে থাকতে হবে ।

কিছু মানুষের মায়া-মমতা হৃদয়হীনতা সত্যি অপরূপ কত রকম মানুষ আসলে মানুষ শব্দটাই শিক্ষিত সবকিছুই জন্মের পর সেটাই হয়ে অথচ মানুষ জন্ম হলে সেই মানুষ নয় সে কি সেটাও জানি না তাকে হয়ে উঠতে হয় মানুষ যেখানে তার করতে হয় হাজারো প্রচেষ্টা হাজারো ব্যাথা সহ্য করতে হয় সব গুণ অর্জন করতে হয় তবেই সে মানুষ ।
616 Views
15 Likes
1 Comments
3.6 Rating
Rate this: