জ্বিনের আছর (Season 2) Final episode

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সারফারাজ আমাকে কিছু বলবে তার আগেই দরজায় কার নক করার আওয়াজ আসলো।

দরজা খুলতেই দেখি দরজার বাইরে আর কেউ না কাকা দাঁড়িয়ে আছেন। আমি কাকাকে দেখে ভয় পেয়ে যাই কারন আমার সামনে রাকিব কাকাকে মেরে ফেলেছিলো, তাহলে কাকা কিভাবে সামনে দারিয়ে আছে। আমি সারফারাজের দিকে বার বার তাকাচ্ছিলাম,কিন্তু সারফারাজ দেখি কাকাকে আরো ভিতরে প্রবেশ করিয়ে দিল। তারপর সে আমাকে বললো _এটা আসলেই আমার কাকা,আমি যেনো ভয় না পাই।

আমি তাও ভয়ে ভয়ে সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনে যেতে কাকাকে হাত দিতে চুতেই কাকা আমাকে জড়িয়ে ধরলেন এবং কাদতে কাদতে বললেন মা তুই ঠিক আছিস? আমি খুব ভয় পেয়ে গেসিলাম। বাবা সারফারাজ তুমি আমার মেয়েটাকে একা ছেড়ে দিও না ওর উপর অনেক বড় বিপদ আছে।

তখনই আমি বলতে লাগলাম,,,,

-মানে?? কি বলতে চাচ্ছো কাকা তুমি?
-আমি যা বলতে চাচ্ছি ইতিমধ্যে হয়তো তুই জেনে গেছিস যে তোর কাকি তোকে প্রানে মারতে চায়, আর এই কথা বলতে আমার নিজের কাছেই খুব শরম করছে।
-তার মানে কাকা তুমিও জানতে?
-আমি কালকে জেনেছি মা যখন রাকিব মারা যায় আমার আসতে একটু দেরি তখন আমি এক কবিরাজের কাছে ছিলাম সে আমাকে বলেছে যে তোর কাকি নাকি তোকে মারতে চায়। আমি তখন তাকে জিজ্ঞাসা করি যে তাহলে এর উপায় কি তখন উনি বলেছেন যে চিন্তা করতে না কারন সঠিক সময়ে তোর রক্ষক এসে পরবে, আর দেখ এসে পরেছে।
-মানে কে আমার রক্ষক? কি বলছো কিছুই বুঝতে পারছি না।
-সারফারাজ তোর রক্ষক। সেই তোকে সবকিছু থেকে রক্ষা করবে।
-আমার কথা তুমি সব কিছু জেনে তাও তুমি আমাকে কাকির সাথে ছেড়ে দিলে?
-কি করবো মা তুই বল? ওই সময় তোর জান বাচানো হলো সবার আগে। তাও মা বললে তোর পায়ে ধরলাম দয়া করে আমাকে মাফ করে দিস।

কাকার এই কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তাকে জড়িয়ে ধরি। এমন সময় সারফারাজ বলে উঠে

-এখন সবচেয়ে বড় কথা তাদের খুজে বের করা লাগবে।
-তাদের খুজব কোথায়? (আমি)
-আমি জানি তারা কোথায়? (কাকা)
-মানে আপনি কিভাবে জানেন?(সারফারাজ)
-আমি যখন আসছিলাম দেখি তোর কাকি, আব্দুল্লাহ আর আলজা আমাদের বাসার দিকে যাচ্ছে। (কাকি)
-তাহলে আমাদের দ্রুত বাসার দিকে যেতে হবে।(সারফারাজ)

এই বলে সবাই বাসার উদ্দেশ্যে রওয়ানা দিল। সবাই যখন বাসায় পৌছায় দেখে কাকি একা বসে কি যেন ধ্যান করছে। এমন সময় কাকা যেয়েই কাকিকে জুড়ে ধাক্কা দে এবং কাকির ধ্যান ভেন্গে যায়। এর পর কাকির এমন এক রুপ দেখি যা আগে কখনো দেখি নি। সে কাকাকে আঘাত করার জন্য কি যেন মুখে মন্ত্র পড়ে এবং কাকার দিকে তা ছুড়ে মারে। কিন্তু আশ্চর্য ব্যাপার এতে কাকার কিছুই হয় না। এমন সময় কাকা কাকির গলা চেপে ধরে আর জিজ্ঞেস করতে থাকে যে এরকম কেন করলো। তখন কাকি প্রতুত্তরে জানায়,,,,আমি কাকির এখানে থাকি তা তার সহ্য হয় না এবং আমার হাসিখুশী জীবন তার সহ্য হয় না। সে আরো জানায় সে আমাকে একবারে শেষ করে দিতে চায়।

এগুলো শুনে কাকা অনেক বেশি খেপে যায় এবং এক আঘাতেই কাকিকে মেরে ফেলেন। এমন সময় আব্দুল্লাহ আর আলজা আসে আমার কাছে কিন্তু সারফারাজ আমার সামনে দারিয়ে থাকে আর আব্দুল্লাহ কে বলতে থাকে,,,,

-ভাই আমি তোকে এতো ভালোবাসা দিলাম।তাও তুই কেন আলজার সাথে হাত মিলালি ভাই?
-কারন আমার তোমার রাজত্ব ভালো লাগে না। আমি জিনেদের বাদশাহ হতে চাই। কিন্তু হয়েছ তুমি। যেখানেই যাই তোমার পরিচয়ে চলা লাগে। আর এগুলো আমার পছন্দ না। তাই আমি আলজাকে ছাড়াই এবং ২ জনে সিদ্ধান্ত নেই প্রথমে এই মেয়ে মারব তারপর তোমাকে। তারপর আলজা কে বিয়ে করে 2 জনে রাজত্ব করবো। আর তখনি মায়ার কাকি আসে এবং যোগ দেয় আমাদের সাথে।

এর পর আব্দুল্লাহ আমার দিকে তেরে আসে আমাকে আঘাত করার জন্য তখনই সারফারাজ আব্দুল্লাহ কে এক ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এর পর সারফারাজ তার পাঞ্জাবীর পকেট থেকে একটি ছুরি বাহির করে এবং কান্না করতে করতে আব্দুল্লাহ এর বুকে ছুরি ঢুকিয়ে দেয়। আলজা সেখান থেকে পালাতে চায় তখনই সারফারাজ তাকে আটক করে ফেলে এবং আমার হাতে ছুরি দিয়ে বলে তাকে মারতে।

কিন্তু আমার খুব ভয় করা শুরু হলো ঠিক তখনই কাকা আমার হাত ধরে এবং তার বুকেও ছুরির আঘাত বসিয়ে দেয়। এবং তারা দুজনেই মারা যায়।

এরপর যখন আমি সারফারাজের দিকে তাকাই দেখি সে কান্নায় ভেঙে পড়ে। আমি তার কাছে যাই এবং তাকে সান্ত্বনা দেই আর বলতে থাকি,,,আমাকে বিয়ে করবেন?

এই কথা শুনে সারফারাজ অনেক্ষন অবাক থাকে।তারপর সেও রাজি হয়। এরপরই কাকা বলে উঠেন,,,,
-আমার কাজ শেষ এবার আমি যেতে পারব।
-মানে কি বলেন কাকা?(আমি)
-আসলে আমি ওইদিনি মারা গেছিলাম কিন্তু তোকে বাচানো আমার দায়িত্ব তাই হয়তো আল্লাহর রহমতে আমি আত্মা হয়েও তোকে বাচাতে এসে পরলাম।

এ ই কথার শুনার পরপরই আমি কান্নায় ভেঙে পরি।কাকা আমাকে সান্ত্বনা দেন এবং সেখানেই ভেনিস হয়ে যায়।

এরপর সারফারাজ আমাকে সান্ত্বনা দে এবং তাদের জিনদেশে নিয়ে যায়, এরপর সে আমাকে বিয়ে করে ফেলে। আজ আমি জিনদেশের রানী।

সমাপ্ত

[আগামীতে নতুন গল্প আসছে যার নাম হলো রহস্যময় ভালোবাসা ( Mysterious love), কে কে এই নতুন গল্পেত জন্য আগ্রহী কমেন্ট এ জানাবেন]
455 Views
20 Likes
4 Comments
4.0 Rating
Rate this: