মা মানে কি?

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মা...
নাই দাড়ি। নাই কমা, এটাই হয়তো মা❤️

মা নামটা খুব ক্ষুদ্র।
কিন্তু পৃথিবীর কোনো ব্যক্তি বা যন্ত্র মা নিয়ে লিখে বা গবেষণা করে শেষ করতে পারবে না।

জন্ম থেকেই চেনা একজন সে হলো মা❤️
মা ডাকটা সবার আগে কাঁদার মাঝেই ভেসে ওঠে মা 😭
যখন আমরা হাটতে শুরু করি,চুরির শব্দে ভেসে বেরায় ঘর আর বুঝতে পারি মা আসছে।🥰

যখন বুঝতে শুরু করি মায়ের কাপরের মাঝেও মমতার গন্ধ খুজে পাই🌹

কি খাবো, কখন ঘুমাবো,কখন স্কুল, কখন প্রাইভেট,
কখন স্থান করবো,কখন খেলা করবো,কি আমার প্রিয়ো খাবার,কোন জামা আজকে পরবো আমাদের আগে আমাদের মা যানে।।

যখন বড় হতে থাকি!বাহিরে থাকি!কেও অপেক্ষা করেনা, করে শুধুই মা❤️
মেয়েদের যখন বিয়ে হয়ে যায়।কেও মনে না করলেও মনে করে মা🥰
মোবাইল চালাইতে যানেনা, যাকে পায় তাকেই বলে মেয়েকে একটু ফোন ধরাই দেনা এটা হলো মা❤️❤️

এই মা ক্ষুদ্র শব্দটা এতো মমতায় ভরা এতো মধুর।
ভগবান যদি আমায় ক্ষমতা দিতো কলিজার ভিতরে লোকিয়ে রাখতাম মাকে🥰

লেখায় ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন।

মা নিয়ে আমার এই ছোট লেখায়🙏❤️মা❤️
293 Views
17 Likes
5 Comments
4.3 Rating
Rate this: