জীবন তো হয় এক বহমান নদী
সময়ের স্রোতে বয়ে যায় জীবনের গতি।
কেউ তো জীবনের সময় কাটায়
হেলায় আনন্দের বেলায়
পৃথিবীর মঞ্চমেলায়।
কাটিয়ে দেয় যৌবনের বেলা
আবার কেউ জীবনের সময় কাটায়
মানুষের মঙ্গলের মেলা।
কেউ তো জীবনকে সাজিয়ে রাখে
নানান ফুলের মালা
সময় ফুরিয়ে এলে বুঝে সে
পেলাম কি বিদায় বেলা।
আবার কারো জীবন যায় ফুরিয়ে
ভোরে ওঠে তার ফসলের গোলা
তবু সে ফসল না নিয়ে দিয়ে যায়
পৃথিবীর মানুষের মেলা।
মরে সে বেছে রবে
তার ফসলের ভেলায়।
জীবন
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
1.15K
Views
46
Likes
2
Comments
3.4
Rating