
আমার জীবনের গণিত
আমি বললাম, স্যার আমি সায়েন্স নিতে চাই.,
তারা বলল,সায়েন্স নেওয়ার যোগ্যতা তোমার নাই।
কিন্তু, আমিতো সায়েন্স না নিয়ে পড়বো না.,
তারা বলল, সায়েন্স নিতে গেলে তিন হাজার টাকা না হলে চলবে না।
সায়েন্স মানেই তো অঙ্কের খেলা,
বই খুললেই দেখতে পাবে হাজারো সূত্রের মেলা।
বুঝছো মিরাজ গণিত তুমি পারবে না,
.....