স্বার্থপর মানুষ গুলো নিজের স্বার্থে সব কিছু করতে পারে,,একটা মানুষের হৃদয়কে চুরমার করে দিতে পারে,,একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলতে পারে,,কিভাবে জানেন? এরা ভীষন ভালো অভিনয় করতে পারে এই দক্ষ অভিনেতারা এতো ভালো অভিনয় করবে যে আপনি তাকে বিশ্বাস করতে বাধ্য হবেন।।
আপনাকে ভালোবাসার ফাঁদে ফেলে সার্থ হাসিল হয়ে গেলে ছুড়ে ফেলে দিবে,,গিরগিটির মতো মুহূর্তেই রূপ বদলে ফেলবে,,আপনাকে তারা ছেড়েও জাবেনা আবার ধরের রাখবে না
আপনাকে মানুষিক কষ্ট দিতে দিতে এমন পরিস্থিতি সৃষ্টি করবে আপনি নিজেই ছেড়ে যেতে বাধ্য হবেন,,,শুধু এতেই তারা শান্ত হবে না ছেড়ে যেতে বাধ্য করার পর উল্টে আপনাকেই দোষারোপ করতে থাকবে।।।
আপনি তাকে ছেড়ে গেছেন
ভালোবাসার অভিনয় করছেন ইত্যাদি দাবী করতে থাকবে।।
তারা আসলে মনুষ্যত্ব হীন মানুষ।
আপনি কষ্ট পাচ্ছেন, মরে যাচ্ছেন তাতে এদের কিছুই আসে যায় না,,
স্বার্থ একবার উদ্ধার একবার হয়ে গেছে তো সে আপনাকে আর চীনবেনা।।।।।।
স্বার্থপর মানুষ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
1.54K
Views
19
Likes
3
Comments
4.4
Rating