কান্না *** এই শব্দটা প্রচলিত নিয়মে কেনো জানি না, মেয়েদেরকে এ মানায়। কিন্তু ওরা একদমই কাঁদবে না, ওদের সাথে, ' কান্না ঠিক মানায় না,।
"" ছেলেরাও কাঁদে কারণ তাদের রাগ অভিমান কষ্ট আছে। একটা ছেলে তখনই কাঁদে যখন তার কষ্ট গুলো কাউকে বোঝানোর উপায় থাকে না। একটা ছেলে তখনই কাঁদে যখন তার বাবা - মা কষ্টে থাকে। একটা ছেলে তখনই কাঁদে যখন তার মন ভাঙে।একটা ছেলে তখনই কাঁদে যখন তার সম্মান হারিয়ে ফেলে। কিন্তু পুরুষের তো চোখের পানি মানায় না, তাই হাজারো কষ্ট লুকিয়ে নিরবে চোখের পানি ফেলে যেতে হয়।
**** হ্যা ওদের ও জন্ম হওয়ার সাথে সাথে কান্না দিয়ে শুরু হয় জীবনে বেচে থাকার পথ চলা। ওরা " ও স্বপ্ন দেখে। নিজের ইচ্ছায়, নিজের মত করে বেঁচে থাকার। কিন্তু না পারে না। পৌছানোর আগেই, বাবা - মায়ের চাপিয়ে দেওয়া স্বপ্ন পূরণে,, ওদের স্বপ্ন জড়ানো ফ্রেমে ঘুনের পোকারা শব্দ করে।
*** বাবা মায়ের অপমানে, পরাজয়ে, বাবা মায়ের কান্নাই ওরা কাঁদে।
ওরাও কাঁদে
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
264
Views
9
Likes
2
Comments
4.5
Rating