
আধার
তুমি কি কখনো আধার দেখেছ?
যে আধারে আছে অজস্র আলো।
তাকিয়েছ কি কখনো চোখ বুঝে,
দেখবে আধারের ভিতরেও একটা
আলো ফুটে উঠেছে।
রাতের পরেই যেমন আবার দিন হয়,
আলো জ্বলমল করেই জ্বলে উঠে।
ঠিক খারাপ সময় গেলেই, ভালো
সময়ের উদ্ভব হয়, যেটার জন্য আমরা
অপেক্ষা করতে চাই না।
ঝরিয়ে ফেলি .....