১. সায়েন্সের স্টুডেন্টরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর এত এত সাল মনে রাখে যে আপনার বার্থডে, এনিভার্সারি ডেট সব কিছুই সে মনে রাখবে।
২.প্রাক্টিক্যাল সাইন করানোর সময় টিচারদের পিছে পিছে ঘুরে ধমকি ধামকি খায়।আপনি রাগ করে যতই গালি দেন সে আপনার রাগ ভাঙ্গিয়েই ছাড়বে।
৩.তারা ক্যামিস্ট্রির অণু, পরমাণু বন্ধন শিখে, আপনার সাথেও দৃঢ় বন্ধন গঠন করবে।
৪. তারা প্যাঁচানো DNA থেকে শুরু করে অন্ননালী পর্যন্ত বোঝে, তাই আপনার সংসারের প্যাঁচগ্যাচ ও বুঝবে।
৫.যারা প্রাণীর প্রজনন তন্ত্র চিল্লায়া চিল্লায়া পড়তে পারে,তাদের চাইতে ফ্রি মাইন্ডেড ও স্পষ্টভাষী কাউকে পাবেন না।গ্যারান্টি!
৬.আপনি কি অসুন্দর? নিজেকে নিয়ে হতাশ? আর নয় চিন্তা, আর নয় ভাবনা। কেননা, সায়েন্স এর স্টুডেন্টরা চেহারা দেখে বিচার করে না।
৭.পদার্থবিজ্ঞানের এত সূত্র, থিওরি, বায়োলজির বৈজ্ঞানিক নাম যারা মনে রাখতে পারে,আপনার ফ্যামিলি সহ ১৪ গুষ্টির নাম সে মনে রাখবে।
৮.একজন সায়েন্সের স্টুডেন্ট এর জীবনটাই বেদনার,তার সাথে যেমন খুশি ব্যবহার করলেও তারা কিছুই মনে করে না। কারণ, তারা প্যারা নিতে নিতে অভ্যস্ত।
৯.এরা পদার্থবিজ্ঞানের থিওরি মনে রাখার পাশাপাশি প্রেমের গান,কবিতা মুখস্থ করে আপনাকে চমৎকৃত করবে।
১০.উচ্চতর গণিতের কঠিন কঠিন ম্যাথ যারা মাথা খাটিয়ে সলভ করতে জানে,আপনার সংসারের সব সমস্যা ও তারা সলভ করতে জানে।
১১.আপনার সন্তানের জন্য সায়েন্সের টিচার লাগবে না।কত টাকা বাঁচলো জানেন? ইত্যাদী।
সায়েন্সের স্টুডেন্ট বিয়ে করার উপকার
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
623
Views
23
Likes
7
Comments
3.8
Rating