গণিত যে এত কষ্ট,
করতে গেলে মাথা হয় নষ্ট।
লোকে বলে গণিত যে পারে,
পাগল ছাড়া আর কিছু বলে না তারে।
গণিতের অপর নাম মরা,
তাই হাজার ও student গণিতে খায় ধরা।
গণিতের মতো মজা,
আর কোনো বিষয় নয় সোজা,
আর তাই ক্লাসে গেলে পায় শুধু সাজা।
গণিত করতে শেষ হয় কত রিম,
এরপরেও ছাএরা পায় শুধু ডিম।
গণিত যদি কেউ ভুল করে,
সমাধান করে দেয় স্বদেশ স্যারে।
কেউ বলে গণিত কেমন বলনা,
কেউ বলে গণিত শুধু কান্না।
গণিত বই পড়ে যে,
mental ছাড়া কিছুই হয়না সে।
অঙ্ক না পারিলে মানেনা কেউ হার,
বুঝিয়ে দেয় পাছা লাল করে প্রসনজিৎ স্যার।
গণিত
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
1.29K
Views
19
Likes
8
Comments
4.7
Rating