এক মাতাল ও দুই গণিতজ্ঞ
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
একবার দুই গণিতজ্ঞের মধ্যে তর্ক হচ্ছিল। প্রথম গণিতজ্ঞ বলছিল যে, সবার দ্বারা গণিত হয় না। গণিত বুঝতে গেলে নাকি এক প্রকার বিশেষ মস্তিষ্কের প্রয়োজন। অন্যদিকে অপর গণিতজ্ঞ বলছিল যে, গণিত নাকি প্রতিটি মানুষের জিনেই থাকে। আলাদা করে এটার জন্য কিছু থাকার দরকার নেই। শুধু কে কিভাবে বোঝে সেটাই আসল।তর্ক যখন গভীরে সেই সময় ঐ দুই গণিতজ্ঞের পাশ দিয়ে একটা মাতাল যাচ্ছিল। প্রথম গণিতজ্ঞ মাতালটাকে দেখিয়ে দ্বিতীয় গণিতজ্ঞকে বলল, আচ্ছা ঐ মাতালটা কি গণিত বোঝে? দ্বিতীয় গণিতজ্ঞ বলল,হ্যাঁ বোঝে। এবার প্রথম গণিতজ্ঞ মাতালটাকে ডেকে জিজ্ঞাসা করল,আচ্ছা ভাই বলোতো ২ বাই ৩ বড় না ৩ বাই ২ বড়? এটা শুনে মাতালটা দুজনের দিকে চেয়েই রইল। প্রথম গণিতজ্ঞ বলে উঠল,দেখলে তো ও গণিত বোঝে না।এইবার দ্বিতীয় গণিতজ্ঞ মাতালটাকে জিজ্ঞেস করল, আচ্ছা ভাই বলোতো কোনটা বেশি ভালো। দুই পেগ মদ তিনজনে ভাগ করে খাওয়া না তিন পেগ মদ দুজনে ভাগ করে খাওয়া। মাতাল পরিস্কার ভাবে উওর দিল, তিন পেগ মদ দুজনে ভাগ করে খাওয়া।
454
Views
18
Likes
7
Comments
3.9
Rating