মানুষ হয়ে জন্মেছি সবচেয়ে বড় পাপ করেছি ।
কষ্টের কারণ মরণ বারন ধুক ধুক প্রান।
সপ্ন শেষ সুখ শেষ মনে হচ্ছে আর সুখ নেই কালবৈশাখী ঝড় উঠেছে ঢেউ উঠেছে ।
ফুলে ফুলে ভরা ফসল শেষ।
জীবন থেকে হারিয়ে গেছে শান্তি।
কি করবো কি করবো বুঝতে পারছি না।
জানি না কোন পথে যেতে হবে।
ভয় নেই যত ভয় আছে শেষ মৃত্যুর কাছে।
তরি ভরা যৌবন নিয়ে হতাশার অন্ধকারে ।
দুরে কোথাও চলে যায় মনে মনে ইচ্ছা হয় ।
এ জীবন যেন মৃত্যু।
আর কত দিন এভাবে দিন যাবে ।
আর বেঁচে থাকার ইচ্ছা নেই।
জিন্দা লাশ আমি।
গরিব মানুষ গরিব আমি।
শান্তি চাই শান্তি ।
মানুষ হয়ে জন্ম নিয়ে বড় পাপ করেছি।
সরকারকে দোষ দিব না।
মা বাবাকে দোষ দিবো না।
সমাজ কে দোষ দিব না।
কাউকে দোষ দিতে চাই না।
সব দোষ আমার।
আমি কেন মিথ্যা বলতে পারি না।
আমি কেন মানুষের ক্ষতি করতে পারি না।
এই সমাজে সুখি হতে গেলে খারাপ মানুষ হতে হয়।
যেটা আমি পারি না।
ভালো মানুষের সুখ নাই।
ভালো মানুষ সুখী হবে মৃত্যুর পর।
আমি মনে করি আমি ভালো।
কতটা ভালো জানি না।
মাঝে মাঝে মনে হয় খুন করেদেয়।
যাদের কারণে কষ্ট আমার।
পৃথিবীতে জন্ম হয় দুঃখের সাথে।
আজও দুঃখ আমার সাথে।
মৃত্যু হয়তো হবে দুঃখের সাথে।
জন্ম থেকে মৃত্যু।
সাথী আমার দুঃখ ।
আমার কষ্ট
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
362
Views
6
Likes
2
Comments
4.0
Rating