বোন তোমাদের কে কিছু বাস্তব কথা বলি।
** পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ পান করে না।
**আলু সব সবজির সাথে মিশে কিন্তু অনেকেই পছন্দ করে না।
** মিষ্টির দোকানে এমনি বেশি মাছি থাকে।এটা দোকানদারের অ্যাটিটিউড না।
*** দুই টাকার চকলেট ও একটা পর্দা থাকে এটা ছিড়তেও কষ্ট হয়। তোমরা কি তার থেকেও সস্তা।
**খোসা সহ একটি কলার দাম পাঁচ টাকা। তেমনি ভাবে এই কলার যদি খোসা না থাকে কাউকে ফ্রিতে দিলেও নিবেনা।
****** তোমাদের কে এটাএ বলতে চাই *****
*** তোমাদের দেহকে এমন করোনা যে পুকুরে পানির মত সবাই ব্যবহার করে চলে যাবে।
** তোমাদের মন কে মিষ্টির দোকান বানিওনা যেখানে মশা মাছির মত সবাই ঢুকবে তারপর খুদা মিটিয়ে চলে যাবে।
** তোমাদের মন কে কলার মত খুলে দিওয়া। যে পরে কাউকে ফ্রিতে দিলেও নিবে না।
**তোমরা আজ যাদের সাথে কথা বলে মজা নিচ্ছো অথবা দিচ্ছো তারেই দেখবে একদিন তোমাদের কে ধোঁকা দিয়েছে।
*** যে তোমাদেরকে আজ খারাপ বানাবে সে তোমাদেরকে এ কাল বলতে দিদা করবে না যে তোমার ভালো না, তোমাদের চরিত্র খারাপ।
*** বর্তমান পরিস্থিতি খুবই ভয়ংকর ** তাই একটু সাবধানে চলবে ***
বোন তোমাদের জন্য কিছু কথা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
349
Views
19
Likes
3
Comments
5.0
Rating