প্রথম প্রেমের হাতছানি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মিলি আর ইসান এর প্রেম কথা"

দুজন দুজন কে অনেক ভালবাসত,দুইজন ক্লাস ম্যড ছিলো ক্লাস ১০সে পরত,

প্রথম তারা বন্ধু ছিলো, কোচিং সেন্টারে যেতো" অনেকেই পরত,তারা দুইজন ও যেতো নতুন ভর্তি হয় ।
ছেলেটা বলল মিলি তোমার বাসা কোথায়। মিলিঃবলল এই তো সামনে আপনার ।
ইসানঃ এই মিলি আমরা এক ক্লাসে পরি তাহলে আপনি কেনো?

মিলিঃ ঠিক আছে তোমার বাসা কোথায়, আর আমি নতুন " আমাকে একটু হেল্প কইরো।
ইসানঃঠিক আছে ।

এভাবেই চলে কিছু দিন৷ ওরা এক সাথে বসে, আসে যায়, এসব দেখে অন্য ছেলে মেয়ে গুলো, রাগাতে থাকে। মিলিকে বলে তোমরা bf gf.

মিলিঃ ইসান! সবাই খারাপ কথা বলে তুমি নাকি আমাকে ভালবাসো। দেখো! আমরা বন্ধু তাই সবাইকে বুঝাও।

ইসানঃমিলি আমি কিন্তু তোমাকে ভালবেসে ফেলেছি।
মিলিঃকি আমি এসব আশা করিনি,আমার সাথে আর কথা বলবে না, আমার মতো আমাকে ছেরে দাও ।

ইসানঃকিছু না বলে নিরবে চলে গেলো, আর কিছু দিন এদিক সেদিন ঘুরে আর মিলি কে মিস করে কোচিনে যায় না।

মিলিঃইসান কে না দেখতে পেয়ে তারও খারাপ লাগে। আর সে বুঝতে পারে যে ইসান কে ছারা সেও খুব একা।

কিছু দিন পর অন্য বন্ধুদের জিজ্ঞাস করে, ইসান কোথায়,আসেনা কেনো?

তারা বলে যানিনা খুজে নাও, হয়তো বাসায় ।

একদিন মিলি তার বাসায় যায় আর ইসান কে দেখে বলে" ইসান সরি, আমি বুঝতে পারিনি আমার কথায় এতো টা মাইন্ড করবা। আমিও তোমাকে ভালবেসে ফেলেছি মনে হয়।

ইসানঃনা মিলি তুমি সরি কেনো বলো, সামনে পরিক্ষা তুমি কোচিংনে যাও ।
মিলিঃতুমি না গেলে আমিও যাবো না।
ইসানঃওকে চলো তাহলে ।

দুজন গেলো কোচিং।
আবার এভাবে চলতে থাকে কোচিং এর ফাঁকে ঘুরতে যায় দুজন ।

হঠাৎ একদিন মিলির বাবা দেখে, ফেলে আর মিলি কে আটকে রাখে । কোচিং যেতে দেয়না ।
ইসানঃদেখতে যায় লোকিয়ে কিন্তু! মিলির বাবা দেখে ফেলে, আর মার ধোর করে ইসান কে।

অনেক কাঁদে সেদিন ইসান! আর দেখা হলো না ওদের।।

পরে কি হয়েছে জানতে অপেক্ষা করুন ২য় অংশের জন্য ধন্যবাদ 👏
1.01K Views
33 Likes
3 Comments
4.5 Rating
Rate this: