SSC FACT

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
যদি দেশের চিত্রটা, সমাজের চিত্রটা, প্রতিটা অলিগলির চিত্র টা এমন হতো :

বায়েজীদ : আম্মা, আমি GPA 5 পেয়েছি 🤗
রাজিয়া : খুব ভালো করেছো বাবা। দোয়া করি সামনে আরও ভালো ভাবে এগিয়ে যাও🥀!!

বায়েজীদ : 😊😊
রাজিয়া : চলো বাবা, আমাদের নিচতলায় যারা ভাড়া থাকে তারাও তো এসএসসি পরীক্ষা দিয়েছে। ওদের রেজাল্ট জেনে আসি😊।

বায়েজিদ : চলো আম্মা।
(বায়েজীদ ও তার আম্মা নিচতলায় সেলিম ও জাহাঙ্গীরদের ঘরে এলো)
রাজিয়া : কি ব্যাপার ভাবি?? সেলিম ও জাহাঙ্গীর কেমন ফলাফল করলো???

শিমলা : ভালো না ভাবি। মনটা বড্ড খারাপ। ভাবছি,,সবাই কে কি বলবো?? কিভাবে এই মুখ দেখবো??? সেলিম পেয়েছে 4.02 আর জাহাঙ্গীর পেয়েছে 3.19।

রাজিয়া : 😂😂😂 ওওহ আচ্ছা এই ব্যাপার...ডাকুন ওদের কে😊😊😊
(শিমলা সেলিম ও জাহাঙ্গীর কে ডাকলো। তাদের দুজনেরই মন খারাপ।)
সেলিম ও জাহাঙ্গীর : 😔😔😔💔

রাজিয়া : আমি তোমাদের ফলাফল শুনেছি বাবারা😊। এবং আমি ভীষণ খুশি তোমাদের ফলাফল শুনে। খুব খুব খুব খুব ভালো করেছো তোমরা🫰🫰। শোন,,,রেজাল্ট কারো জীবন নির্ধারণ করতে পারে না কখনো। রেজাল্ট হচ্ছে শুধু তোমাকে উর্ত্তীণ করে শিক্ষা স্তরে একধাপ এগিয়ে নিয়ে গেলো। এভাবে সবসময় রেজাল্ট তোমাকে শুধু ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাবে।
কিন্তু..... তোমার জীবন এগিয়ে যাবে, তোমার স্বপ্ন পুরন হবে, তোমার একটা পরিচয় তৈরি হবে সর্বদা তোমার নিজ পরিশ্রম 😊,নিজস্ব দক্ষতা 🤗,নিজস্ব জ্ঞান এবং আল্লাহর রহমত ও ভাগ্যের মাধ্যমে।

এইযে আমার ছেলে আজকে GPA 5 পেয়েছে। এটা দিয়ে কিছু হবে না। হ্যা একটু সুনাম হয়েছে আর কি!!! তবে, ভবিষ্যৎে জ্ঞান, দক্ষতা, পরিশ্রম না করলে জীবন গঠন হবে না।
আবার তোমাদের আজকে সুনাম হয়নি ঠিকই,, কিন্তু জীবনে জ্ঞান অর্জন করতে পারলে, দক্ষতা ও পরিশ্রম করতে পারলে,,ভাগ্যের জোরে একদিন অনেক বড় হবে 🌺🌺🌺।
আপনিও মন খারাপ করবেন না ভাবি!!

বায়েজিদ : আম্মা একদম ঠিক বলেছে সেলিম, জাহাঙ্গীর। জীবনে সঠিক চিন্তা ভাবনার মাধ্যমে চলতে শিখো।এবং positive vibes গুলো সমাজ থেকে সমাজে,,পুরো দেশে ছড়িয়ে দাও।

😊😊😊😊😊😊!!!
219 Views
14 Likes
3 Comments
4.0 Rating
Rate this: