৫ বছর সম্পর্ক করার পর দুজন পালিয়ে বিয়ে করি।সবাই বলে যাকে ভালবাসো তাকেই বিয়ে করা উচিৎ। আসলেই কি কথাটা ঠিক? সবার ক্ষেত্রে অবশ্যই না,আমার ক্ষেত্রে পুরোটাই উল্টো।
আমি বিথী ! সুজন নামে এক ছেলেকে ভালবাসতাম । এখনো বাসি কিন্তু সে বাসে কিনা যানিনা😭 আমি তখন ক্লাস টেনে পড়ি । সুজন পরে ইন্টার সেকেন্ড ইয়ারে। স্কুলে যাবার পথে প্রতিদিন সুজন কে দেখতাম সেও দেখতো । এভাবে দেখতে দেখতেই ১বছর চলে যায় । পরের বছর যখন S.S.C দিলাম ভাবলো কলেজ চলে যাবো তাই বলেই দিছে ।
কলেজ ভর্তি হই বাসা থেকে অনেক দুরের পথে,সেখানে কেও খুজ নেয় না, মন চাইলে ক্লাস করতাম না হয় সুজনের সাথে শুধু ঘুরতাম । এভাবে কেটে যায় ৫টি বছর পরে চিন্তা করি বিয়ে করব ।কিন্তু পরিবারের কেও মানবে না । ছেলে কোনো চাকরি করে না । বিয়ে করলেই কি হবে ।
অবশেষে বিয়ে করি পালিয়ে,সুজন বলছিলো বিয়ে করলে তার পরিবার মেনে নিবে, কিন্তু বিয়ে করার পর বলে সে কখনো বাসায় বলেনি আমাদের কথা ।
আমি কিছু টাকা আনছিলাম তা দিয়েই একটা বাসা ভাড়া নেই । কিছু দিন এভাবেই আমাদের দিন কাটে ।
সুজনকে বলি এবার একটা কাজ করো সংসার তো চালাতে হবে । সে যেনো কিছুই বুঝেনা । বাধ্য হয়ে আমি একটা কাজের তালাস করি । একটা ইট খোলায় কাজ পাই "ইট গুছিয়ে রাখার । আমার স্বামী কে বললে বকা যকা করে রাজি হয়না। নিজেও করবে না আর আমাকেও করতে দিবেনা। এমন করলে কি সংসার চলে।
কয়দিন পর আমি কাজে জয়েন হই। কিছু দিন কাজ করার পর স্বামীর জন্য একটা কাজ যোগার করি ওখানেই। অনেক না করার পরও গিয়ে কাজে জয়েন হয় । বেশ কিছুদিন দুজন কাজ করি। হঠাৎ সে আমাকে সন্দেহ করে' মালিকের সাথে! অথচ আমি মালিকের সাথে কথাই বলিনা।
এই বিষয় নিয়ে বাসায় গেলে প্রাই ঝগড়া করে। এটা সেটা আরো কতো কি,বিশ্বাস করে বিয়ে করে এই পরিনাম। কয়দিন পর আমাকে আর কাজ করতে দেয়না। বলে আমি একাই সংসার চালাবো! ভালো কথা আমিও বাসায় থাকি সে কাজ করে কিন্তু যখন বেতনের সময় হয়, বেতন দেয় ৩ ভাগের এক ভাগ।
কয়েক মাস এভাবে কষ্ট করে থাকার পর খুজ খবর নেই টাকা কি করে। জানতে পারি ওখানে এক মেয়ের সাথে সম্পর্কে জরিয়েছে। ফাঁক পেলেই তার বাসায় চলে যায়। বাজার করে দেয় আরো কতো কি? আমি প্রথম বিশ্বাস করিনি। আমাদের এতো দিনের সম্পর্ক! না এটা হতেই পারেনা। আমি একদিন খুজতে খুজতে মেয়েটার বাসায় যাই। যেয়ে দুজনকে হাতে নাতে ধরি। ওই মেয়েটা যানতো না ওর বিয়ে হইছে।
আর ওই মেয়েটা যেনো না জানে,তাই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কাজ থেকে পাঠাইছে। এর পর ওর সাথে আর সংসার করিনা। মিটে গেছে ভালবাসার সাধ। পরিবার ফেলে এই মানুষটার হাত ধরছি ভাবতেই ঘৃনা লাগে।
তাই পরিবারকে ছেড়ে কখনো সুখি হওয়া যায়না।সুখি হতে হলে বড়দের আর্শীবাদ টাই বেশি প্রয়োজন ধন্যবাদ 👏
very nice.
munni
thik
দোলন দাস দিয়া
Thx