আমি সিরাজ নবম শ্রেণির একজন ছাত্র। আমি পড়াশোনায় ছিলাম খুব ভালো। আমার অভ্যাস ছিল মধ্য রাতে পড়াশোনা করা। শীতকালেও তা বদলায় নি।অন্য সময় যায় বা না যায় প্রতি বছর শীত কালে আমি আমার নানি বাড়িতে যেতাম আমার নানির কাছে।এই বছর ও গিয়েছিলাম কিন্তু বুঝতে পারিনি এমন কিছু হবে। তাহলে বলতে শুরু করি, আমার নানির অভ্যাস ছিল ভোরে ঘুম থেকে উঠা। তখন বাজে প্রায় রাত সাড়ে তিন টা আমি পড়ছিলাম হঠাৎ করে কলপাড়ে থেকে পানির শব্দ শুনতে পেলাম, আমি একটু নড়েচড়ে বসলাম। আর মনে মনে ভাবতে লাগলাম এতো রাতে কে হতে পারে? কৌতুহলের বসে দরজা টা খুললাম আশেপাশে দেখলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না।হঠাৎই চোখ পড়লো কলপাড়ে দেখলাম সাদা শাড়ি পড়া একজন মহিলা দেখতে একদমই আমার নানির মতো। আমি বলে উঠলাম " নানি ঐ নানি এতো রাতে কলপাড়ে কি করিস যা ঘরে গিয়া ঘুমা" কিন্তু কোনো উত্তর দিল না আমি অনেক বার ডাকলাম কিন্তু কোনো কথা বললো না। হঠাৎ করে কলপাড়ে থেকে এসে সে উঠান ঝাড় দিতে শুরু করলো। আমি তখন তার কাছে যেতে শুরু করলাম..... আমাকে দেখে সে পুকুর পাড়ে চলে গেল। আমিও তার পিছনে গেলাম এবং দেখলাম সে পুকুরে ঝাপ দিল। আমি অবাক হয়ে অনেক্ক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকলাম কিন্তু নানি পানি থেকে উঠে আসলো না। আমি ও পানিতে নামবো এমন সময় বাবা এসে বললো এতো ভোরে তুই এখানে কি করছিস। আমি বাবাকে সব বললাম, তখনই হঠাৎ করে আমার নানি ঘরে থেকে বের হলো আমি দেখে চমকে গেলাম কিছু বলে উঠার আগেই বাবা সব বুঝতে পেরে বলে উঠলো আর কখনো এমন কিছু হলে ঘর থেকে বের হবি না।
সমাপ্ত...........
শয়তান.......
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
751
Views
40
Likes
10
Comments
4.1
Rating