আজ মা নাই বলে,
আকাশের তারা গুলোও জ্বলেনা।
আজ মা নাই বলে
বোবা চাঁদটাও কথা বলেলা।
মা শব্দটা যতটা ছোট
তার চেয়েও হাজার
গুন বেশি তার মাহাত্ম্য।
নিজে না খেয়ে সারা জীবন
পার করলেও নেওকো
তাহার মাঝে কোনো সার্থ।।
মা মানে শুধু শান্তিই নয়
বেঁচে থাকার প্রেরণা
মা মানে আতংকের মাঝেও
পাই শুধুই শান্তনা।।
মা নেই বলেই কি
সবাই করে অবহেলা,
মা ছাড়া সার্থ খুজে
সবাই সারাবেলা।
মা হারা বুঝে শুধু
মা অমূল্য ধন,
বলে যাই মাকে নিয়ে
এই ছোট পণ।।
মা হারা আমি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
268
Views
13
Likes
2
Comments
4.9
Rating